X
বুধবার, ১৪ মে ২০২৫
৩১ বৈশাখ ১৪৩২

আইএসের সঙ্গে তেল ব্যবসায় জড়িত এরদোয়ান: রাশিয়া

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৫, ২৩:৩৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৫:০৬

_87000805_87000804 তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও তার পরিবার ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সরাসরি তেল ব্যবসায় জড়িত বলে দাবি করেছেন রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি আন্তনভ। তিনি বলেছেন, সিরিয়া ও ইরাক থেকে আইএসের চুরি করা তেলের সবচেয়ে বড় ক্রেতা তুরস্ক। তবে এরদোয়ান রাশিয়ার এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন, এধরনের অভিযোগ তোলার কোনও অধিকার রাশিয়ার নেই। বুধবার বিবিসির এক খবরে একথা বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদেনে বলা হয়, গত মাসে সিরীয় সীমান্তে রুশ বিমানকে ভূপাতিত করার পর থেকে তুরস্ক ও রাশিয়ার সম্পর্কে টানাপড়েন চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে অভিযোগ করেছেন, তেলের পাইপলাইন সুরক্ষা করতেই তুরস্ক রুশ বিমানকে ভূপাতিত করেছে।
আন্তনভ মস্কোয় সাংবাদিকদের বলেন, ‘প্রাপ্ততথ্যে জানা গেছে, তুরস্কের সর্বোচ্চ রাজনৈতিক নেতা প্রেসিডেন্ট এরদোয়ান ও তার পরিবার এই অপরাধমূলক বাণিজ্যে জড়িত।  তুরস্কের নেতৃত্ব চরম ব্যক্তি স্বার্থের পরিচয় দিয়েছে। দেখুন তারা কী করছে! তারা অন্য একটি দেশের ভূমি দখল করে নির্লজ্জভাবে লুটপাট চালাচ্ছে।’

_87000846_isturkeymap

রাশিয়া দাবি অনুযায়ী এভাবে আইএস নিয়ন্ত্রিত অঞ্চল থেকে তেল আসছে তুরস্কে

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সাধারণত সিরিয়াবিষয়ক প্রেস ব্রিফিংয়ে বিদেশি সাংবাদিকদের আমন্ত্রণ জানায় না। কিন্তু বুধবার ছিল তার ব্যতিক্রম।  আমন্ত্রিত সাংবাদিক ও মিলিটারি অ্যাটাশেদের স্যাটেলাইটে পাওয়া ছবি, ভিডিওফুটেজ দেখানো হয়। যেখানে ট্যাংকার, ট্রাক আইএস নিয়ন্ত্রিত এলাকা থেকে থেকে তুরস্কে প্রবেশ করছে বলে দেখা যায়।

রাশিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, দায়েশের কাছ থেকে তুরস্ক তেল কিনছে, এ অভিযোগ তোলার অধিকার কারও নেই। তিনি আরও বলেন, আইএসের কাছ থেকে তুরস্ক তেল কিনছে, এর প্রমাণ দিতে পারলে তিনি পদত্যাগ করবেন।

আইএসের সঙ্গে কোনও ধরনের যোগাযোগের কথা বরাবরই অস্বীকার করে আসছে তুরস্ক। সেইসঙ্গে গুলি করে রুশ বিমান ভূপাতিত করার বিষয়ে রাশিয়ার কাছে ক্ষমা না চাওয়ার বিষয়েও অনড় রয়েছে দেশটি। এ ঘটনায় এরইমধ্যে রাশিয়া তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে।

গত ২৪ নভেম্বর সিরিয়া সীমান্তে একটি রুশ জঙ্গিবিমানকে গুলি করে ভূপাতিত করে তুরস্ক। এ ঘটনায় বিমানটির একজন পাইলট নিহত হন। এছাড়া, আরেক পাইলটকে উদ্ধার করা হয়। মূলত আকাশসীমা লঙ্ঘনের কারণেই বিমানটিকে গুলি করা হয়েছে বলে তুরস্ক দাবি করে। তবে,  রাশিয়া তা অস্বীকার করে আসছে। 

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন আলোচনাতুরস্ক যাচ্ছেন ট্রাম্পের দূতরা, পুতিনের অংশগ্রহণ অনিশ্চিত
২০২২ সালের রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা কেন ভেস্তে গিয়েছিল?
২০২২ সালের খসড়া চুক্তিকে কেন্দ্র করে শান্তি আলোচনা চায় রাশিয়া
সর্বশেষ খবর
রাজশাহী কলেজ হোস্টেলের ৫০০ টাকার সিট ভাড়া ৭০০, কমানোর দাবিতে বিক্ষোভ
রাজশাহী কলেজ হোস্টেলের ৫০০ টাকার সিট ভাড়া ৭০০, কমানোর দাবিতে বিক্ষোভ
ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
বাংলা ট্রিবিউনের ক‍্যামেরায় টম ক্রুজ
সময়ের রূপক ‘ক্রীতদাসের হাসি’
সময়ের রূপক ‘ক্রীতদাসের হাসি’
সর্বাধিক পঠিত
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
রাতে চিয়া বীজ খেলে এই ৬ উপকার পাবেন
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
বাড়লো স্বর্ণের দাম, বুধবার থেকে কার্যকর
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
রাজধানীতে ৩০০ লিমিটেডের যাত্রা শুরু
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ
সাবেক সেনা সদস্যদের আবেদন পুনর্বিবেচনা করছে সেনাবাহিনী, ধৈর্য ধরার পরামর্শ