X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়ালো

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২০, ১৬:০৯আপডেট : ০১ জুন ২০২০, ১৬:১৮
image

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১ জুন) দুপুর নাগাদ সেদেশে করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৯৯২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৪১ জনের।

প্রতীকী ছবি

সম্প্রতি ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে একে একে স্পেন, যুক্তরাজ্য ও রাশিয়াকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসে দেশটি। আর মৃতের সংখ্যার দিক দিয়ে দেশটির অবস্থান চতুর্থ।

বিশ্বে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেদেশে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৩৭ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ লাখ ৬ হাজার ৯৫ জনের। বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ৬২ লাখ ৮২ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩৩২ জনের।

গত ২১ মে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, ব্যাপক আকারে পরীক্ষার অভাবে করোনাভাইরাসের প্রকৃত চিত্র জানা যাচ্ছে না। আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে বেশি হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অন্তত ১৫ গুণ বেশি হতে পারে। তাদের এই আশঙ্কা সত্যি হলে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে অন্তত তিনগুণ বেশি হবে।

সম্প্রতি ব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোর মেয়র ব্রুনো কোভাস সতর্ক করে দিয়ে বলেন, শারীরিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা মেনে চলা না হলে বিপর্যস্ত হয়ে পড়তে পারে শহরের স্বাস্থ্য ব্যবস্থা। তবে এখনও ভাইরাসটির হুমকি উড়িয়ে দিচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। তার দাবি লকডাউন ঘোষণা করা হলে তা ব্রাজিলের অর্থনীতির ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতাদর্শিক মিত্র ব্রাজিলের ডানপন্থী নেতা জইর বলসোনারো শুরু থেকেই করোনাভাইরাসের হুমকিকে ‘ছোটখাটো ফ্লু’ আখ্যা দিয়ে আসছেন। ভাইরাসটির বিস্তার রোধে দেশটির কোনও কোনও প্রাদেশিক সরকার লকডাউন ঘোষণা করলেও এর কারণে বেকারত্ব বাড়ছে বলে সেসব সিদ্ধান্তের কঠোর সমালোচনা করছেন বলসোনারো। করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যাপক আকারে ব্যবহারের তাগাদা দিচ্ছেন তিনি। তবে তার এই সিদ্ধান্তের বিরোধিতা করে এক মাসেরও কম সময় দায়িত্বে থেকে পদত্যাগ করেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী নেলসন টেইক।

 

 

 

/এফইউ/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’
‘বাংলাদেশ দলে থেকে উন্নতি হয়েছে’
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে