X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ইরানে ফের বাড়ছে করোনা আক্রান্ত, দ্বিতীয় দফা প্রাদুর্ভাবের শঙ্কা

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২০, ০৬:২৭আপডেট : ০২ জুন ২০২০, ০৮:৩৮

ইরানে করোনাভাইরাসের মহামারি দ্বিতীয় দফায় শুরু হওয়ার শঙ্কা জোরালো হয়ে উঠেছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গত এক দিনে নতুন করে প্রায় তিন হাজার আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানিয়েছে। গত দুই মাসের মধ্যে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা। করোনা মহামারিতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে উপদ্রুত দেশ ইরান মৃতের সংখ্যা কমতে শুরু করলে গত এপ্রিল থেকে ধাপে ধাপে লকডাউন শিথিল শুরু করে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তেহরানের একটি সাবওয়ে স্টেশনে যাত্রীদের অপেক্ষা

করোনাভাইরাস লকডাউন আগেভাগে শিথিল করা হয়েছে- এমন অভিযোগ স্বীকার করতে রাজি নন ইরানের নেতারা। তাদের যুক্তি হলো নতুন আক্রান্তের সংখ্যা নির্দিষ্ট কিছু প্রদেশে সীমাবদ্ধ এবং মৃত্যুর হার তুলনামূলকভাবে কম। গত সপ্তাহে ইরানের ৪০ হাজার মসজিদ খুলে দেওয়ার দিকে ইঙ্গিত করে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, বেশিরভাগ বিধিনিষেধই তুলে নেওয়া হয়েছে।

তবে সোমবার ইরানের স্বাস্থ্য কর্মকর্তারা চরম হুঁশিয়ারি দিয়ে বলেছে, করোনা যুদ্ধ শেষ হতে এখনও অনেক বাকি। স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে করোনা ৯০তম মিনিটেও গোল দিয়ে ফেলতে পারে যদি কোনও কর্মকর্তা ও মানুষ বিশ্বাস করতে শুরু করে যে এটা শেষ হয়ে গেছে। আমরা যদি পরিস্থিতি অবহেলা করি তাহলে পেছন দিকে ফিরতে হবে।’

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ৯৭৯ জন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার ৪৪৫ জনে। গত ১ এপ্রিলের পর একদিনে দেশটিতে এটাই সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এছাড়া গত ১ মে দেশটিতে ৮০২ জন করোনা রোগী শনাক্ত হয়।

দেশটিতে মৃতের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে ৮১ জনের মৃত্যু হয়েছে। গত ২৭ এপ্রিলের পর এটাই এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। দেশটিতে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৭৭৮ জনে।

এদিকে সোমবার গণপরিবহনে শারিরীক দূরত্বের বিধান মেনে না চলায় নিজের হতাশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি। তিনি বলেন, ‘সামান্য অবহেলা আমাদের সব সাফল্য ধ্বংস করে দিতে পারে আর আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার সুনামকে কলঙ্কে পরিণত করে দিতে পারে।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
চুক্তি হোক বা না হোক রাফাহতে ইসরায়েলি অভিযান চলবে: নেতানিয়াহু
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বশেষ খবর
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
তুরস্ক নৌবাহিনীর যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা, খাদ্যমন্ত্রীর হুঁশিয়ারি
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
গাজায় ত্রাণ প্রবেশের প্রধান দুটি ক্রসিং বন্ধ রেখেছে ইসরায়েল: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল