X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ট্রাম্প আমাদের বিভক্ত করার চেষ্টা করছেন: সাবেক প্রতিরক্ষা প্রধান

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২০, ০৯:০২আপডেট : ০৪ জুন ২০২০, ১৩:৫৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় সরব হয়েছেন তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের বিভাজনের চেষ্টা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট সুবিবেচনাপ্রসূত নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে শুরু বিক্ষোভ ট্রাম্প যেভাবে সামাল দিচ্ছেন তাতে ক্ষুব্ধ ও হতভম্ব হয়ে পড়েছেন বলে জানান ম্যাটিস। এসব সমালোচনার জেরে ম্যাটিসকে বিশ্বের সবচেয়ে ‘ওভাররেটেড’ জেনারেল আখ্যা দিয়েছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ট্রাম্পের সঙ্গে জেমস ম্যাটিস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে পদত্যাগ করেন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। তারপর থেকেই মূলত নিরব ছিলেন তিনি। তবে বুধবার সেই নিরবতা ভাঙেন তিনি। এদিন আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত হয় ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করে লেখা ম্যাটিসের নিবন্ধ।

আটলান্টিকের নিবন্ধে ম্যাটিস লিখেছেন, ‘আমার জীবদ্দশায় ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যিনি আমেরিকান জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেননি-এমনকি রক্ষা করার ভানও করেননি। এর পরিবর্তে তিনি আমাদের বিভক্ত করার চেষ্টা করেছেন।’ তিনি লেখেন, ‘তিন বছর ধরে এই অনবরত চেষ্টার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। আমরা তিন বছর ধরে অপরিণত নেতৃত্বের পরিণাম দেখতে পাচ্ছি।’

আফ্রিকান-আমেরিকান নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া বর্ণবাদ বিরোধী বিক্ষোভের ঢেউ নিয়েও মুখ খোলেন তিনি। ওই হত্যাকাণ্ডের ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। ওই বিক্ষোভ প্রসঙ্গে ম্যাটিস লেখেন, ‘লাখ লাখ মানুষের এই বিক্ষোভ আমাদের মনে করিয়ে দিচ্ছে আমরা আমাদের মূল্যবোধ নিয়ে বাঁচতে চাই... জাতি হিসেবে বাঁচতে চাই। অল্প সংখ্যক আইন ভঙ্গকারীদের কারণে আমরা লক্ষ্যচ্যুত হবো না।’ বিক্ষোভ দমনে সেনাবাহিনীর ব্যবহার নিয়েও মন্তব্য করেন তিনি। ম্যাটিস লেখেন, ‘আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে নিজ দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার হরণের নির্দেশ সেনাবাহিনীকে দেওয়া হবে’।

জেমস ম্যাটিসের ওই নিবন্ধ প্রকাশের পরই তার বিরুদ্ধে পাল্টা সমালোচনা মুখর হয়ে ওঠেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারাবাহিক টুইট বার্তায় ম্যাটিস সম্পর্কে ট্রাম্প লেখেন, ‘আমি তার নেতৃত্ব দেওয়ার ধরন বা অন্য বেশি কিছু পছন্দ করতাম না আর অনেকেই আমার সঙ্গে একমত ছিলেন। চলে যাওয়ায় খুশি হয়েছিলাম।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
সর্বশেষ খবর
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
ফরিদপুরে দুই সহোদর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ