X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় সাবেক মার্কিন নৌ কর্মকর্তার ১৬ বছরের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২০, ১৯:০৮আপডেট : ১৫ জুন ২০২০, ১৯:১৭
image

গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক নৌ কর্মকর্তা পল হুইলানকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার আদালত। শুক্রবার (১২ জুন) মস্কো সিটি কোর্টে এ সাজা ঘোষণা করা হয়। এ রায়ের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত মার্কিন দূত। কোনও ধরনের প্রমাণ উপস্থাপন না করেই গোপনে বিচার প্রক্রিয়া চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পল হুইলান

২০১৮ সালের ডিসেম্বর মাসে ৫০ বছর বয়সী্ মার্কিন নাবিক পল হুইলানকে গ্রেফতার করে মস্কো পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, নাবিকের ছদ্মবেশে আসলে আমেরিকার হয়ে গুপ্তচরবৃত্তি করছেন তিনি এবং রাশিয়ার অনেক গোপন নথি নিজের দেশে পাচার করেছেন। যদিও সেই অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন পল হুইলান। দেশের নাবিককে গুপ্তচর বৃত্তির দায়ে গ্রেফতারের প্রতিবাদ জানান ট্রাম্প প্রশাসনও। আটক হুইলানের নিঃশর্ত মুক্তিরও দাবি করে মার্কিন পররাষ্ট্র দফতর।
মার্কিন আপত্তি অগ্রাহ্য করেই গুপ্তচর বৃত্তির দায়ে হুইলানের বিচার শুরু হয় মস্কোর আদালতে। যেহেতু তার বিরুদ্ধে দেশের গোপন নথি ও তথ্য পাচারের অভিযোগ উঠেছে তাই মস্কো সিটি আদালতের রুদ্ধদ্বার কক্ষেই মামলার শুনানি প্রক্রিয়া চলে।

শুক্রবার পল হুইলানকে গুপ্তচর বৃত্তির দায়ে ১৮ বছরের কারাদণ্ডের সাজা দেওয়ার আর্জি জানান সরকারি আইনজীবী। দেশটির আইন অনুযায়ী, গুপ্তচর বৃত্তিতে দোষী সাব্যস্তদের সর্বোচ্চ ২০ বছরের সাজা হতে পারে। বিচারক পলের বিরুদ্ধে ১৬ বছরের সাজা ঘোষণা করেন।  
রায় ঘোষণার পর পরই আদালত চত্বরে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুল্লিভান। সাংবাদিকদের তিনি বলেন, ‘সত্যিই আমি হতাশ। কোনও প্রমাণ না থাকা সত্বেও এক নির্দোষ ব্যক্তিকে সাজা দেওয়া হল।’ সুল্লিভানের দাবি, এর মধ্য দিয়ে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনি আচরণবিধির লঙ্ঘন হয়েছে।

হুইলানও নিজেকে নির্দোষ দাবি করে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। পরিবারের দাবি, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন হুইলান।

 

/এফইউ/
সম্পর্কিত
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে চায় রাশিয়া
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
সর্বশেষ খবর
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
বিশ্বকাপ দল নিয়ে লুকোচুরি কেন?
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং:  বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং: বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে