X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ফিলিপাইনে বন্ধই থাকছে এবিএস-সিবিএন চ্যানেলের সম্প্রচার

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০২০, ১৯:১৭আপডেট : ১০ জুলাই ২০২০, ১৯:২৫
image

দেশের বৃহত্তম সম্প্রচারমাধ্যম এবিএস-সিবিএন এর লাইসেন্স নবায়নের আবেদন খারিজ করে দিয়েছে ফিলিপাইন সরকার। শুক্রবার (১০ জুলাই) একটি সংসদীয় কমিটির সংখ্যাগরিষ্ঠ অংশের সম্মতিতে আবেদনটি প্রত্যাখ্যান্ করা হয়। এর মধ্য দিয়ে গত মে মাস থেকে বন্ধ থাকা এবিএস-সিবিএন চ্যানেলের সম্প্রচার আপাতত চালু হওয়ার সুযোগ থাকছে না। তবে শুক্রবারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে সিবিএস-এবিএন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ফিলিপাইনে বন্ধই থাকছে এবিএস-সিবিএন চ্যানেলের সম্প্রচার ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত এবিএস-সিবিএন মিডিয়া গোষ্ঠীটির ফিলিপাইনজুড়ে কয়েকটি টেলিভিশন ও রেডিও স্টেশন রয়েছে। অনলাইনেও খবর প্রচার করে থাকে তারা। প্রতিষ্ঠানটিতে কর্মরত আছে প্রায় ১১ হাজার মানুষ। গত ৪ মে এবিএস-সিবিএন এর লাইসেন্স-এর মেয়াদ শেষ হওয়ার পর পরই এর সম্প্রচার বন্ধ ঘোষণা করে ফিলিপাইনের মিডিয়া নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। আরও ২৫ বছরের জন্য লাইসেন্স-এর মেয়াদ নবায়ন করার অনুরোধ জানায় সম্প্রচারমাধ্যমটি। শুক্রবার এ নিয়ে সংসদীয় কমিটিতে ভোটাভুটি হয়। কমিটির বেশিরভাগ সদস্যই লাইসেন্স নবায়ন না করার পক্ষে ভোট দেন।

একে সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য অন্ধকার দিন বলে উল্লেখ করেছেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক উপ পরিচালক ফিল রবার্টসন। তিনি বলেন, ‘যে দেশটিকে একসময় এ অঞ্চলের গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের দুর্গ বলে মনে করা হতো, সে দেশটিতেই আজ গণমাধ্যমের স্বাধীনতার অন্ধকার দিন রচিত হলো।’

সরকার সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের সমালোচনা করার কারণে এ পরিণতি ভোগ করতে হচ্ছে চ্যানেলটিকে। ২০১৬ সালে দুয়ার্তের নির্বাচনি প্রচারণা সংক্রান্ত বিজ্ঞাপন প্রচারে অস্বীকৃতি জানিয়েছিল এবিএস-সিবিএন। ক্ষুব্ধ দুয়ার্তে নির্বাচনে জয়ী হলে চ্যানেলটির লাইসেন্স নবায়ন বন্ধ করার হুমকি দিয়েছিলেন।

 

/এফইউ/
সম্পর্কিত
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সড়কের মাঝখানে একাধিক গাছ!
সার্কের বিকল্প নতুন জোট গঠনের উদ্যোগ পাকিস্তান-চীনের: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
সর্বশেষ খবর
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’