X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-কিম বৈঠক নিষ্প্রয়োজন: কিমের বোন

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০২০, ০৩:৩৩আপডেট : ১১ জুলাই ২০২০, ০৩:৪২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং উন-এর কোনও আর কোনও বৈঠকের প্রয়োজন নেই। ওয়াশিংটন তার নীতিতে ‘নিষ্পত্তিমূলক পরিবর্তন’ না আনা পর্যন্ত এমন বৈঠক অর্থহীন। এমন মন্তব্য করেছেন কিম জং-উনের বোন কিম ইয়ো-জং। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তার এ বক্তব্য প্রকাশিত হয়েছে। কিম ইয়ো-জং-কে পিয়ংইয়ংয়ে কিমের একজন প্রভাবশালী উপদেষ্টা হিসেবে বিবেচনা করা হয়। ট্রাম্প-কিম বৈঠক নিষ্প্রয়োজন: কিমের বোন

এ সপ্তাহে ট্রাম্প বলেছেন, উপকারী মনে হলে তিনি কিমের সঙ্গে অবশ্যই ফের কিমের সঙ্গে বৈঠক করবেন। তবে সমালোচকরা বলছেন, এ বৈঠককে পুঁজি আগামী নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের নিজের পক্ষে টানতে চান তিনি। তবে শুক্রবার এ ধরনের বৈঠকের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন কিমের বোন।

কিম ইয়ো-জং স্পষ্ট ভাষায় বলেছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনও আলোচনা নয়। এখন শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হলে তা শুধুমাত্র এক ব্যক্তির (ট্রাম্পের) স্বার্থ রক্ষা করবে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান দক্ষিণ কোরিয়ায় তিন দিনের সফর শেষ করার একদিনের মাথায় কিম জং-উনের প্রভাবশালী উপদেষ্টা হিসেবে পরিচিত তার বোন এসব কথা বললেন। বিগান তার সফরে কিমের সঙ্গে বৈঠকের ব্যাপারে ট্রাম্পের আগ্রহের কথা জানান।

স্টিফেন বিগানের ওই সফরের প্রাক্কালেও পিয়ংইয়ং-এর পক্ষ থেকে একই ধরনের বক্তব্য এসেছিল। ওই সময়ে উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্র বিষয়ক বিভাগের মহাপরিচালক কোওন জং গান সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বসার কোনও ইচ্ছা তার দেশের নেই। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ারও প্রতিও ‘হস্তক্ষেপ বন্ধ করা’র আহ্বান জানিয়েছেন তিনি।

২০১৮ সালে প্রথমবারের মতো সিঙ্গাপুরে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। পরের বছর তারা ভিয়েতনামে বৈঠকে বসেন। ওই আলোচনা ভেঙে যায়। তখন ট্রাম্প বলেছিলেন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে যথেষ্ট পরিমাণ পারমাণবিক অস্ত্র কিংবা ব্যালেস্টিক মিসাইল দেওয়ার প্রস্তাব দিতে ব্যর্থ হয়েছেন কিম। ২০১৯ সালের জুনে দুই কোরিয়ার নিরস্ত্রীকরণ এলাকায় তৃতীয়বারের মতো দেখা করেন ট্রাম্প ও কিম। ওই সময়ে তারা আলোচনা পুনরায় শুরুর বিষয়ে একমত পোষণ করেন। তবে অক্টোবরে এসে দুই পক্ষের ওয়ার্কিং লেভেলের বৈঠক ভেঙে যায়। আর এখন খোলাখুলিভাবেই শীর্ষ বৈঠক নাকচ করে দিচ্ছে পিয়ংইয়ং।

/এমপি/
সম্পর্কিত
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
সর্বশেষ খবর
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা