X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সিয়াটলে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, গ্রেফতার ৪৫

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০২০, ১৫:৩২আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৫:৩৯
image

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে ৪৫ বিক্ষোভকারীকে। পার্শ্ববর্তী পোর্টল্যান্ড শহবে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের ওপর ফেডারেল এজেন্ট-এর চালানো দমন-পীড়নের ঘটনায় নতুন করে ফুঁসে উঠেছিলেন সিয়াটলের আন্দোলনকারীরা। ব্রিটশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিয়াটলে সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণ-বৈষম্য ও পুলিশি সহিংসতার বিরুদ্ধে প্রায় দুই মাস ধরে বিক্ষোভ চলছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিকাগোসহ দেশটির বড় বড় শহর ও অঙ্গরাজ্যগুলোতে ফেডারেল পুলিশ ও সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেন। তার দৃষ্টিতে বিক্ষোভকারীরা 'সন্ত্রাসী' ও ‘লুটেরা’! বিক্ষুব্ধরা দাস ব্যবসার সঙ্গে জড়িত ও অন্য অনেক ঐতিহাসিক ব্যক্তির মূর্তি ভাঙ্গতে থাকায় ট্রাম্প তাদেরকে দশ বছরের কারাদণ্ডের হুঁশিয়ারিও দিয়েছেন। সম্প্রতি তিনি পোর্টল্যান্ড শহরের বিক্ষোভ দমনের জন্য সেখানে ফেডারেল বাহিনী পাঠানোর আদেশ দেন। ডেমোক্র্যাট ও সিভিল লিবার্টি গ্রপগুলো কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সমালোচনা করেছে। তাদের অভিযোগ, বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছত্রছায়ায় তা হচ্ছে। পোর্টল্যান্ডে দমন-পীড়নের ঘটনায় নতুন করে বিক্ষুব্ধ হয়ে উঠেছে সিয়াটল।

পুলিশের দাবি, শনিবার বিকালে সিয়াটলে লাখো মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করছিলো। তাদের কয়েকজন কিং কাউন্টি জুভেনাইল ডিটেনশন ফ্যাসিলিটি নির্মাণের এলাকায় আগুন ধরিয়ে দেয়। কর্মকর্তারা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অস্ত্রের ব্যবহার করেছে। তাদের দাবি, এসব অস্ত্র প্রাণঘাতী ছিল না।

এক টুইটার পোস্টে সিয়াটল পুলিশ লিখেছে, ‘ইস্ট প্রিসিংটে আজকের সংঘর্ষের ঘটনায় সংযোগ থাকার অভিযোগে রাত ১০টা নাগাদ ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের ছোড়া ইট, পাথর, মর্টার ও অন্য বিস্ফোরকের আঘাতে আমাদের ২১ জন কর্মকর্তা আহত হয়েছেন। তাদের বেশিরভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে কাজে ফিরতে পেরেছেন। তবে হাঁটুতে আঘাতপ্রাপ্ত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’  

পোর্টল্যান্ডে বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালানোর অভিযোগের মধ্যেই বৃহস্পতিবার সিয়াটলে কৌশলগত পুলিশ বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এতে পোর্টল্যান্ডের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছিলেন সিয়াটলের মেয়র ও ওয়াশিংটন স্টেটের গভর্নর। তবে সে আপত্তি উপেক্ষা করে নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট-এর অ্যাটর্নি ব্রায়ান মোরান এক বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় স্থাপনা ও সেখানকার কার্যক্রমের সুরক্ষা নিশ্চিত করতে ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়েছে।

 

 

 

/এফইউ/
সম্পর্কিত
মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের ওপর ইরানের নিষেধাজ্ঞা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
‘যুক্তরাষ্ট্রে ৯০০ শিক্ষার্থী গ্রেফতারের ঘটনা বিএনপির অত্যাচারের কথা মনে করিয়ে দেয়’
সর্বশেষ খবর
গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের লাশ
গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের লাশ
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী
বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
বেল পাড়া নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস