X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

করোনা টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে কোনও প্রতিযোগিতা নয়: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০২০, ১৪:৫৯আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৫:৩১

করোনাভাইরাসের টিকার জন্য রাশিয়ার সঙ্গে কোনও যুক্তরাষ্ট্র কোনও প্রতিযোগিতা করছে না। বুধবার তাইওয়ানের রাজধানী তাইপেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন মার্কিন স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। করোনা টিকা নিয়ে রাশিয়ার সঙ্গে কোনও প্রতিযোগিতা নয়: যুক্তরাষ্ট্র

রাশিয়ার বিশ্বের প্রথম করোনা টিকার উদ্ভাবনের প্রতিক্রিয়ায় অ্যালেক্স আজার বলেন, এ টিকার উন্নয়ন কোনও প্রতিযোগিতার বিষয় নয়।

অ্যালেক্স আজার বলেন, করোনার ছয়টি টিকার জন্য তহবিল দিয়েছে হোয়াইট হাউস। এর মধ্যে দুইটি কয়েক সপ্তাহ আগেই তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে প্রবেশ করেছে। অন্যদিকে মস্কোর দাবিকৃত টিকা এখনও এ প্রক্রিয়ার প্রাথমিক ধাপে রয়েছে। এমনকি রাশিয়ায় প্রাথমিক ট্রায়ালের তথ্যও তারা প্রকাশ করেনি।

তিনি বলেন, আমাদের এমন টিকা দরকার যেটি নিরাপদ ও কার্যকর এবং তা মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসনের (এফডিএ) নির্ধারিত মান পূরণে সক্ষম।

উল্লেখ্য, ১১ আগস্ট মঙ্গলবার ‘বিশ্বের প্রথম করোনা টিকা’র অনুমোদন দেয় রাশিয়া। মানবদেহে কোনও রকম ট্রায়াল ছাড়াই এ অনুমোদন দেয় দেশটি। বিজ্ঞানীদের আশঙ্কা, মানবদেহে পরীক্ষার পূর্ণাঙ্গ তথ্য ছাড়া টিকার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়। বিশেষ করে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল না করেই ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে।

করোনার সম্ভাব্য ভ্যাকসিন উদ্ভাবনের চেষ্টায় এগিয়ে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও চীন। এসব দেশের ভ্যাকসিন ক্যান্ডিডেটগুলো কোথাও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ের পরীক্ষা চালাচ্ছে। অথচ মঙ্গলবার অনুমোদন দিলেও রুশ ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে বুধবার। এমন পরিস্থিতিতে রুশ টিকা নিয়ে বিজ্ঞানীদের সতর্কতার মধ্যেই এ নিয়ে কোনও প্রতিযোগিতায় না নামার কথা জানালো ট্রাম্প প্রশাসন।

/এমপি/
সম্পর্কিত
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের