X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তে মাইক্রোসফটকে না টিকটকের

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৫

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক-এর মার্কিন শাখা কিনে নিতে যুক্তরাষ্ট্রে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। মাইক্রোসফট, ওয়ালমার্ট, ওরাকলের মতো খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো যুক্ত হয়েছিল এ প্রতিযোগিতায়। তবে রবিবার মাইক্রোসফট জানিয়েছে, অ্যাপটির মার্কিন ব্যবসা কিনে নিতে তাদের দেওয়া প্রস্তাব নাকচ করে দিয়েছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। শেষ মুহূর্তে মাইক্রোসফটকে না টিকটকের

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্রেতা হিসেবে প্রাথমিকভাবে ওরাকল করপোরেশনকে বেছে নিয়েছে বাইটড্যান্স। তবে চূড়ান্তভাবে ব্যবসা বিক্রির জন্য টিকটক কর্তৃপক্ষকে আলাদাভাবে যুক্তরাষ্ট্র ও চীন সরকারের অনুমোদন নিতে হবে। সরকারি অনুমোদন সাপেক্ষেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ওরাকল ঠিক কী দামে ব্যবসাটি কিনে নিচ্ছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে সম্প্রতি সিএনবিসি-র খবরে বলা হয়েছে, টিকটকের দাম দুই হাজার থেকে তিন হাজার কোটি ডলারের মতো হতে পারে।

দাম যাই হোক টিকটিকের মার্কিন ব্যবসা বিক্রির ক্ষেত্রে সরকারি অনুমোদনের প্রক্রিয়াও খুব মসৃণ হবে না বলে প্রতীয়মান হচ্ছে। কেননা, চীনের পক্ষ থেকে কোনও মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে রাষ্ট্রীয় বিধিনিষেধ রয়েছে। বেইজিং-এর হালনাগাদ প্রযুক্তি রফতানি তালিকা অনুযায়ী, টিকটকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি রফতানিতে সরকারি অনুমোদন অপরিহার্য। ফলে এই বিক্রির ক্ষেত্রে বেইজিং-এর দৃষ্টিভঙ্গিও একটি বড় বিষয় হিসেবে কাজ করবে বলে প্রতীয়মান হচ্ছে।

টিকটকের বৈশ্বিক ব্যবসার সূচনা ২০১৮ সালে। এর ব্যবহারকারীর সংখ্যা বেশ দ্রুত বেড়েছে। যাদের বয়স ২৫-বছরের নিচে তাদের মধ্যে টিকটকের বিপুল জনপ্রিয়তা রয়েছে।

টিকটক-এর ঝুঁকি কোথায়?

ট্রাম্প প্রশাসন বলছে, টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। ফলে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। আর সেটা এড়াতে চাইলে আগামী সেপ্টেম্বরের মধ্যে কোনও মার্কিন প্রতিষ্ঠানের কাছে টিকটিক বিক্রির সময়সীমা বেঁধে দেয় হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের অভিযোগ, চীনা এই কোম্পানিটি তার ৮০ কোটি ব্যবহারকারীর কাছ থেকে নানা ধরনের তথ্য সংগ্রহ করে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে তাদের গ্রাহক সংখ্যা ১০ কোটি। ট্রাম্প প্রশাসনের আশঙ্কা, এই গ্রাহকদের কাছ থেকে চীন নানা তথ্য হাতিয়ে নিয়ে সেটি হীন উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।

বেইজিং অবশ্য বরাবরই চীনা প্রতিষ্ঠানগুলোর চৌর্যবৃত্তির ব্যাপারে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তারা বলছে, মার্কিন নিষেধাজ্ঞার কারণ বাণিজ্যিক নয়; বরং এটি রাজনৈতিক।

মার্কিন কোম্পানির কাছে ব্যবসার একাংশ বিক্রির প্রশ্নে বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিন নিজেও সমালোচনার শিকার হয়েছেন। কোম্পানির চীনা স্টাফদের কাছে এক চিঠিতে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবসা ধরে রাখার আর কোনও উপায় ছিল না। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
চীন সফরের পরিকল্পনা করেছেন পুতিন
‘সরকারকে যারা চাপ দেবে তারা নিজেরাই যথেষ্ট চাপে রয়েছে’
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
১২ বছর পর মুম্বাইয়ের মাঠে কলকাতার জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা