X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ভারতে কেন কার্যক্রম বন্ধের ঘোষণা দিলো অ্যামনেস্টি?

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩১
image

ভারতে নিজেদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দেশটির কেন্দ্রীয় সরকারের ‘প্রতিশোধমূলক আচরণ’ তাদেরকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক এই মানবাধিকার সংগঠন। ভারত সরকারের বিরুদ্ধে ‘উইচ হান্ট’ এরও অভিযোগ এনেছে তারা। তবে এ ব্যাপারে ভারত সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারতে কেন কার্যক্রম বন্ধের ঘোষণা দিলো অ্যামনেস্টি?

প্রসঙ্গত ‘উইচ হান্টিং’-এর ধারণাটি এসেছে ইউরোপীয় বাস্তবতার প্রেক্ষাপটে। ১২ শতাব্দী থেকে ১৭ শতাব্দী পর্যন্ত সময়কালে ‘ডাইনি’ আখ্যা দিয়ে নিরাপরাধ হাজার হাজার মানুষকে (বিশেষত নারীদের) হত্যা করা হয়। এজন্য কোনও প্রমাণও সরবরাহ করার দরকার হতো না। তৎকালীন খ্রিস্টান ধর্মগুরুরা প্রচার করতেন, জাদু ও ডাকিনিবিদ্যা চর্চা করার মাধ্যমে এরা সবকিছু নিয়ন্ত্রিত করে, এমনকি আবহাওয়াও নিয়ন্ত্রণ করে! আর এই প্রচারণাকেই হত্যার ভিত্তি করা হয়েছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ভারতে তাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। সেকারণে সেদেশে তারা কর্মী ছাঁটাইয়ে বাধ্য হয়েছে। সব ক্যাম্পেইন ও গবেষণামূলক কাজ বন্ধ রয়েছে। সংগঠনটির রিসার্চ, অ্যাডভোকেসি অ্যান্ড পলিসি সংক্রান্ত জ্যেষ্ঠ পরিচালক রজত খোসলা বিবিসিকে বলেন, ‘আমরা ভারতে নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। ভারত সরকারের পদ্ধতিগত আক্রমণ, হুমকি ও হেনস্তার মুখে পড়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া।’

অ্যামনেস্টির দাবি, বিভিন্ন সময়েই তারা ভারত সরকারের প্রতিশোধমূলক আচরণের শিকার হয়েছে। ২০১৬ সালের আগস্টে অ্যামনেস্টি ইন্ডিয়ার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হয়েছিল। তখন অভিযোগ করা হয়, সংগঠনটির একটি অনুষ্ঠানে ভারতবিরোধী স্লোগান দেওয়া হয়েছে। তিন বছর পর অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত। ২০১৮ সালের অক্টোবরে ব্যাঙ্গালুরুতে অবস্থিত অ্যামনেস্টির কার্যালয়ে অভিযান চালায় ভারতের আর্থিক জালিয়াতি অনুসন্ধান সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর অ্যামনেস্টির অ্যাকাউন্টও জব্দ করা হয়। পরে আদালতের হস্তক্ষেপের মধ্য দিয়ে তা পুনরুদ্ধার করতে সক্ষম হয় সংগঠনটি। ২০১৯ সালের শুরুর দিকে সংগঠনটি জানায়, তাদের বেশ কয়েকজন দাতাকে চিঠি পাঠিয়েছে দেশটির আয়কর বিভাগ। একই বছরের শেষের দিকে আবারও অ্যামনেস্টির কার্যালয়ে অভিযান চালানো হয়। তবে এ ধাপে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলার ভিত্তিতে অভিযানটি চালায় কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিআইএ।

গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে অ্যামনেস্টি দাবি করে, ফেব্রুয়ারিতে রাজধানী দিল্লিতে সংগঠিত হিন্দু-মুসলিম দাঙ্গায় মানবাধিকার লঙ্ঘন করেছে পুলিশ। তবে দিল্লি পুলিশ ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিযোগকে ‘ভারসাম্যহীন, পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষপরায়ণ’ বলে আখ্যা দেয়। আগস্টের শুরুতে কাশ্মিরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার প্রথম বর্ষপূতিতে সব রাজনৈতিক বন্দি, অ্যাকটিভিস্ট ও সাংবাদিকদের ছেড়ে দেওয়ার আহ্বান জানায় অ্যামনেস্টি। উচ্চগতির ইন্টারনেট সেবা আবারও চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় তারা।

রজত খোসলা বলেন, ‘এগুলো সব আমাদের মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ডকে ব্যাহত করছে। তদন্ত করতে গিয়ে আমরা যে প্রশ্নগুলো তুলছি, তার জবাব সরকার দিতে চাইছে না। তা দিল্লি দাঙ্গা সংক্রান্ত প্রশ্নই হোক কিংবা জম্মু ও কাশ্মিরের মানুষের কণ্ঠরোধের প্রশ্নই হোক।’

এর আগে ২০০৯ সালেও ভারতে অ্যামনেস্টির কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। বিদেশ থেকে তহবিল পাওয়া নিয়ে সংগঠনটিকে বার বার লাইসেন্স দিতে অস্বীকৃতি জানানোর পর তা বন্ধ হয়ে যায়। তখন ভারতের শাসনক্ষমতায় ছিল কংগ্রেস পার্টি। দেশটির বর্তমান বিজেপি সরকার এর আগে বলেছিল, বিদেশি তহবিল আইন লঙ্ঘন ইস্যুতে অ্যামনেস্টির বিরুদ্ধে তদন্ত চলছে। একে একেবারেই মিথ্যা অভিযোগ বলে উল্লেখ করে খোসলা। তিনি বলেন, ‘দেশের ও আন্তর্জাতিক আইনের সব বাধ্যবাধকতার সঙ্গে সঙ্গতি রেখেই অ্যামনেস্টি ইন্ডিয়া পরিচালিত হয়।’

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
সর্বশেষ খবর
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
পোর্টেবল এসির সুবিধা ও অসুবিধাগুলো জানেন?
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
ফরেন সার্ভিস অ্যাকাডেমি ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই
ফরেন সার্ভিস অ্যাকাডেমি ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা