X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর মৃত্যু, ক্ষোভে ফুঁসছে ভারত

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

উচ্চবর্ণের চার অভিযুক্ত ব্যক্তির সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক দলিত নারীর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠছে ভারত। দুই সপ্তাহ আগে দিল্লির একটি হাসপাতালে মারাত্মক আহত অবস্থায় ওই নারীকে ভর্তি করা হয়। উত্তর প্রদেশ রাজ্যের ওই নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ন্যায়বিচারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। হাসপাতালের বাইরেও বিক্ষোভ করেছেন বহু মানুষ। অনেকেই এই ঘটনার সঙ্গে ২০১২ সালে দিল্লিতে মেডিক্যাল শিক্ষার্থী ধর্ষণের ঘটনার তুলনা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

উত্তর প্রদেশের হাতরাস জেলায় গত ১৪ সেপ্টেম্বর ওই নারীর ওপর আক্রমণ চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, চার ব্যক্তি তাকে টেনে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই নারীর মেরুদণ্ডসহ শরীরের একাধিক হাড় ভাঙা ছিল। এছাড়া কেটে ফেলা হয় তার জিহ্বা।

ওই নারীর ভাই তার বোনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, হামলার পর প্রথম দশ দিনে কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তিনি বলেন, ‘তাকে মরে যেতে ফেলে যায়। কিন্তু বেঁচে থাকতে ১৪ দিন লড়াই চালিয়েছে।’

পরে এই ঘটনায় অভিযুক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত ওই নারীর পরিবারের সদস্যরা জানান, নৃশংস এই অপরাধের মূল অভিযুক্ত ব্যক্তি সবসময়ই ওই এলাকার দলিত নারীদের হয়রানি করতো।

দলিত নারীর ওপর নৃশংস এই হামলার নিন্দা জানিয়েছে উত্তর প্রদেশের বিরোধী দলগুলো। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও দলিত রাজনীতিবিদ মায়াবতী মঙ্গলবার এক টুইট বার্তায় লিখেছেন, ‘সরকারের উচিত আক্রান্তের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া এবং দ্রুত বিচার আদালতে বিচারকাজ চালিয়ে অপরাধীদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা।’

উত্তর প্রদেশের আরেক সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, নারীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রতি রাজ্য সরকার সংবেদনশীল নয়। আক্রান্ত নারীকে হাসপাতালে দেখতে যান দলিত রাজনীতিবিদ ও অ্যাকটিভিস্ট চন্দ্রশেখর আজাদ। আর ওই নারীর মৃত্যুর পর ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল ভিম আর্মি।

ভারতের সবচেয়ে নিপীড়িত নাগরিক দলিত সম্প্রদায়ের মানুষেরা। হিন্দু ধর্মের বর্ণপ্রথা অনুযায়ী সবচেয়ে নিচু বর্ণের আওতায় পড়া এসব মানুষকে সুরক্ষায় ভারতে আইন রয়েছে। তারপরও বৈষম্যের শিকার হওয়া তাদের নিত্য বাস্তবতা। যদিও ভারতজুড়ে দলিত সম্প্রদায়ের মানুষের সংখ্যা প্রায় ২০ কোটি।

টুইটারে শীর্ষ আলোচনার ট্রেন্ডে উঠে এসেছে ভারতে দলিত নারীর মৃত্যুর ঘটনা। অনেকেই তাকে ভুলে যাওয়া নির্ভয়া আখ্যা দিচ্ছেন। ২০১২ সালে দিল্লির বাসে এক মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের পর রাস্তায় ফেলে দেওয়া হলে হতবাক হয়ে পড়ে গোটা দুনিয়া। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নারীকে নির্ভয়া নাম দেয় ভারতের সংবাদমাধ্যম।

দিল্লির ওই হামলার পর ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে ভারতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তারই জেরে দেশটির ধর্ষণ সংক্রান্ত আইন সংশোধন করা হয়। তবে তারপরও ভারতে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ কমে যাওয়ার কোনও লক্ষণ দেখা যায় না।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
নিজ্জার হত্যায় তিন ভারতীয়কে গ্রেফতারের কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত
সর্বশেষ খবর
গলা থেকে বরশি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বরশি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সৌদি আরবের সড়কে আহত প্রবাসীর হাসপাতালে মৃত্যু
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের