X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাডার বিধ্বংসী রুদ্রম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০২০, ২১:১৫আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০০:০৫
image

প্রথমবারের মতো দেশে তৈরি রেডিয়েশন বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রুদ্রম-১-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে ভারত। শুক্রবার (৯ অক্টোবর) দেশটির প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-এর সুখোই-৩০ ফাইটার জেট থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। লাদাখ সীমান্ত সংঘাতের আবহে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ভারতীয় বাহিনীর বড় হাতিয়ার হতে চলেছে বলে মনে করছেন ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

রাডার বিধ্বংসী রুদ্রম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত

রুদ্রম-১ এয়ার টু সারফেস মিসাইল। ডিআরডিও’র সঙ্গে এই মিসাইলের নকশা তৈরি করেছে ভারত ডায়ানামিক্স লিমিটেড ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ডিফেন্স ইলেকট্রনিক্স রিসার্চ ল্যাবরেটরিতে এই ক্ষেপণাস্ত্রের প্রোটোটাইপ তৈরি হয়েছে। ডিআরডিও জানিয়েছে, অ্যান্টি-রেডিয়েশন মিসাইল সিস্টেমের প্রযুক্তিতে সরকারি সংস্থা ছাড়াও একাধিক বেসরকারি সংস্থারও অবদান আছে। রুদ্রম-১ মিসাইলের পাল্লা ১০০-১৫০ কিলোমিটার। সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে ছোড়া যাবে এই মিসাইল। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনে এই মিসাইলের পাল্লা বাড়ানো যাবে। সুখোই ছাড়াও মিরাজ-২০০০, জাগুয়ার, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল) তৈরি তেজস যুদ্ধবিমান থেকেও এই মিসাইল ছোড়ার প্রযুক্তি তৈরি হয়েছে।

৫.৫ মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্রের ওজন ১৪০ কিলোগ্রাম। ২০১২ সাল থেকে এই মিসাইল তৈরির কাজ শুরু হয়। ২০১৪ সালে এই মিসাইল ব্যবহারের জন্য আবেদন করে ভারতীয় বায়ুসেনা। বিদেশ থেকে কেনা ওজনে ভারী রেডিয়েশন মিসাইলের থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি হাল্কা ওজনের এয়ার-টু-সারফেস রুদ্রম-১-এর সক্ষমতা অনেক বেশি। আবহাওয়ার যেকোনও পরিস্থিতিতেই নিক্ষেপ করা যায় এই যুদ্ধাস্ত্র। ডিআরডিও জানিয়েছে, এই মিসাইলেরই গ্রাউন্ড-বেসড ভার্সন তৈরি হচ্ছে। ভূমি থেকে মোবাইল লঞ্চারে নিক্ষেপ করা যাবে সেই ক্ষেপণাস্ত্র।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এটি ‘নিউ জেনারেশন অ্যান্টি-রেডিয়েশন মিসাইল’। এই ক্ষেপণাস্ত্র ভারতীয় বিমান বাহিনীর অন্যতম বড় অস্ত্র হতে চলেছে। কারণ, অ্যান্টি-রেডিয়েশন মিসাইলের কাজ হলো শত্রুসেনার রাডারের তথ্য নষ্ট করা, বিপক্ষের কমিউনিকেশন সিস্টেম তছনছ করে দেওয়া। শত্রুপক্ষ চাইলেও জিপিএস বা রাডারের ডেটা উদ্ধার করতে পারবে না।

সূত্র: এনডিটিভি, দ্য ওয়াল

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
পাচার হওয়া বোনকে নিতে এসে কলকাতায় অসহায় দশায় চট্টগ্রামের তরুণ
আম আদমি পার্টির সাথে জোট, দিল্লি কংগ্রেস প্রধানের পদত্যাগ
ভারতের মণিপুরে আবারও জাতিগত সহিংসতা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী দেশের পথে
প্রধানমন্ত্রী দেশের পথে
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ