X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বিরল তিমি কঙ্কাল আবিষ্কার

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০২০, ২০:৩৫আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ২০:৩৫
image

প্রায় তিন থেকে পাঁচ হাজার বছরের পুরনো একটি তিমি কঙ্কাল প্রায় নির্ভুলভাবে সুরক্ষিত অবস্থায় থাইল্যান্ডে আবিষ্কৃত হয়েছে। ব্যাংককের পশ্চিমাঞ্চলে সমুদ্র থেকে থেকে ১২ কিলোমিটার দূরে নভেম্বরের শুরুতে এই হাড়গুলো পাওয়া যায়। ৩৯ ফুট দীর্ঘ কঙ্কালটি একটি ব্রাইদে’স তিমির বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা আশা করছেন এই কঙ্কালটি ‘অতীতের নতুন এক জানালা’ খুলে দেবে। বিশেষ করে সমুদ্র স্তর এবং জীববৈচিত্র্য সংক্রান্ত গবেষণায় নতুন দিশা পাওয়া যাবে বলে ধারণা তাদের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিরল তিমি কঙ্কাল আবিষ্কার

তিমির বিশাল কঙ্কালটির বেশ কিছু অংশ জীবাস্মতে (ফসিল) পরিণত হয়েছে। তারপরও এটিকে বিরল আবিষ্কার আখ্যা দিয়েছেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির স্তন্যপায়ী গবেষক মার্কাস চুয়া। তিনি বলেন, এশিয়ায় সামান্য কয়েকটি সাবফসিল পাওয়া গেছে। আর সেগুলোর মধ্যে এরকম ‘ভালো অবস্থায় পাওয়া’ সাবফসিলের সংখ্যা আরও নগন্য।

থাইল্যান্ডের পরিবেশ মন্ত্রী ভারাউত সিল্পা-আর্চার শেয়ার করা ছবিতে দেখা গেছে হাড়গুলো প্রায় পুরোপুরি অক্ষত রয়ে গেছে। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে কঙ্কালটির ৮০ শতাংশের বেশি পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে রয়েছে মেরুদণ্ড, পাঁজর, পাখনা এবং একটি বাহুর হাড়। কঙ্কালটির শুধু মাথাই প্রায় ৩ মিটার দীর্ঘ বলে ধারণা করা হচ্ছে। বিরল তিমি কঙ্কাল আবিষ্কার

গবেষক মার্কাস চুয়া জানান, আবিষ্কারটির মাধ্যমে গবেষকেরা অতীতের বিভিন্ন প্রজাতি নিয়ে আরও বেশি জানতে পারবেন। এছাড়া আজকের দিনের ব্রাইদে’স তিমির সঙ্গে এর কোনও পার্থক্য আছে কিনা তাও জানা যাবে।

কঙ্কালটির মাধ্যমে সেই সময়ের ভূতাত্ত্বিক এবং জলবায়ু পরিস্থিতি সংক্রান্ত তথ্যও জানা যাবে। সমুদ্র সীমার উচ্চতা, সেখানে জমে থাকা পলির বিভিন্ন ধরন এবং সমসাময়িক জীববৈচিত্র সম্পর্কেও জানা যাবে কঙ্কালটি থেকে। মার্কাস চুয়া বলেন, ‘ফলে এই আবিষ্কারটি অতীতের নতুন জানালা খুলে দেবে যখন একবার কঙ্কালটির বয়স নির্ধারণ সম্পন্ন হয়ে যাবে।’ বিরল তিমি কঙ্কাল আবিষ্কার

কঙ্কালটির সঠিক বয়স নির্নয়ের জন্য কার্বন পরীক্ষা এখনও সম্পন্ন হয়নি। আশা করা হচ্ছে ডিসেম্বর নাগাদ এর ফলাফল পাওয়া যাবে।

উল্লেখ্য, থাই উপকূলের গত প্রায় দশ হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। জীববিজ্ঞানীদের ধারণা ওই অঞ্চলে সমুদ্রের পানির উচ্চতা আজকের দিনের চেয়ে প্রায় চার মিটার উঁচু ছিলো।

/জেজে/
সম্পর্কিত
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট