X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর বন্ধের আহ্বান

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২০, ১৬:১৬আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৩:৪৬
image

বঙ্গোপসাগরের দুর্গম ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তর পরিকল্পনা অবিলম্বে বন্ধ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে অন্তত তিনটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। বৃহস্পতিবার এই আহ্বান জানানো হয়েছে। আর এদিনই কক্সবাজারের জনাকীর্ণ শিবির থেকে প্রথমবারের মতো চারশ’ রোহিঙ্গাকে আধুনিক আবাসন সুবিধা সম্পন্ন দ্বীপে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বঙ্গোপসাগরের বুকে প্রায় ২০ বছর আগে জেগে ওঠে ভাসানচর

মিয়ানমারের সেনা নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা প্রায় সাড়ে ১১ লাখ রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার শিবিরে বসবাস করছে। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের ওপর চাপ কমানোর অংশ হিসেবে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাতে চায় বাংলাদেশ। প্রায় ২০ বছর আগে জেগে ওঠা এই চরে আধুনিক সুবিধার বাসস্থান নির্মাণ করেছে বাংলাদেশ সরকার।

রোহিঙ্গাদের প্রথম দলটিকে ভাসানচরে নিতে উখিয়া থেকে পুলিশ পাহারায় দশটি বাস কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে তাদের নেওয়া হবে চট্টগ্রাম বন্দরে। পরে সেখান থেকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

মিয়ানমারভিত্তিক মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস’র আঞ্চলিক পরিচালক ইসমাইল ওলফ বলেন, ‘বাংলাদেশের এই দ্রুত স্থানান্তর পরিকল্পনা স্থগিত করা উচিত। সব ধরনের মানবাধিকার এবং মানবিক উদ্বেগ নিরসনের আগ পর্যন্ত আর প্রকৃত তথ্যভিত্তিক সম্মতি না পাওয়া পর্যন্ত এক জনও শরণার্থীকে সরানো উচিত নয়।’

লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়াবিষয়ক ক্যাম্পেইনার সাদ হামাদি এক বিবৃতিতে বলেছেন, ‘ভাসানচরে আরও বেশি শরণার্থী স্থানান্তর অবিলম্বে কর্তৃপক্ষের স্থগিত করা উচিত। একটি দুর্গম দ্বীপে, যেখানে মানবাধিকার গ্রুপ ও সাংবাদিকেরা এখনও আগে অনুমতি নেওয়া ছাড়া যেতে পারেনি সেখানে এতো বেশি রোহিঙ্গা স্থানান্তর মারাত্মক উদ্বেগ তৈরি করে। বিশেষ করে স্বতন্ত্র মানবাধিকার পর্যবেক্ষণ নিয়ে।

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে আরেক মানবাধিকার সংগঠন নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংগঠনটি বলেছে, একটি স্বচ্ছ স্থানান্তরপ্রক্রিয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারের অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত। এ ব্যাপারে সংশ্লিষ্ট রোহিঙ্গা শরণার্থীদের অবহিত করার মাধ্যমে পূর্ণ সম্মতি নিতে হবে। ভাসানচরের ভেতরে-বাইরে তাদের চলাচলের স্বাধীনতা থাকতে হবে।’ সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়ার আগে স্বাধীন কারিগরি ও সুরক্ষাগত যে মূল্যায়নের আহ্বান জাতিসংঘ জানিয়েছে, সে ব্যাপারে বাংলাদেশকে মনোযোগী হতে হবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা