X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বড়দিনের বার্তায় সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতের আহ্বান জানালেন পোপ

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২০, ২০:২১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০৯:৪৬
image

স্বাস্থ্যসমস্যাকে আন্তর্জাতিক ইস্যু উল্লেখ করে ভ্যাকসিন জাতীয়তাবাদের সমালোচনা করেছেন ভ্যাটিকান পোপ ফ্রান্সিস। বড়দিন উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, মহামারি কোনও সীমান্ত চেনে না। আর জাতীয়তাবাদের দেয়াল নির্মাণ করে মহামারি ঠেকানো যায় না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বড়দিনের বার্তায় সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতের আহ্বান জানালেন পোপ

শুক্রবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে ঐতিহ্যগতভাবে ‘উরবি এট অরবি’ (শহর ও বিশ্বের প্রতি) বার্তা দেন ফ্রান্সিস। করোনা পরিস্থিতির কারণে আয়োজন ছিল সীমিত। সাধারণত সেন্ট পিটার’স বাসিলিয়ার ব্যালকনি থেকে পোপ বক্তব্য দিয়ে থাকলেও এবার ভ্যাটিকানের ভেতর থেকে ভিডিও বার্তা দেন তিনি।

এদিন পোপের বক্তব্যে প্রাধান্য পেয়েছে করোনা মহামারি এবং এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব। ফ্রান্সিস মহামারি মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংঘাতপূর্ণ অবস্থা ও মানবিক সংকটে থাকা দেশগুলোর জনগণের জন্য সহায়তা চেয়েছেন তিনি।

ফ্রান্সিস বলেন, ‘পরিবেশগত সংকট ও ভীষণরকমের অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্যহীনতার মধ্যে থাকা এ পৃথিবীর পরিস্থিতি করোনা মহামারির কারণে আরও বাজে রূপ ধারণ করেছে। ইতিহাসের এমন পর্যায়ে এসে দেশগুলোর উচিত একে অপরকে ভাই-বোনের মতো করে দেখা।’

জাতিসংঘের কর্মকর্তারা বার বারই ভ্যাকসিন জাতীয়তাবাদ নিয়ে সতর্ক করে আসছেন। তারা বলছেন, দরিদ্র দেশগুলোর কাছে ভ্যাকসিন যদি সবার শেষে পৌঁছায় তবে তা মহামারি পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে।

ফ্রান্সিস বলেন, ‘ঈশ্বরপুত্র যেন রাজনৈতিক ও সরকারি নেতাদের মাঝে আন্তর্জাতিক সহযোগিতাপূর্ণ মনোভাবের দ্যুতি ছড়িয়ে দেন। স্বাস্থ্য সুরক্ষা দিয়ে শুরু করতে হবে যেন সবার জন্য ভ্যাকসিন ও চিকিৎসা নিশ্চিত হয়। এ চ্যালেঞ্জটি কোনও সীমানা চেনে না। আমরা দেয়াল তুলে তা ঠেকিয়ে রাখতে পারি না। সবাই এক নৌকারই আরোহী।’ 

/এফইউ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ চায় জাতীয় মানবাধিকার কমিশন
পার্বত্য চট্টগ্রামে শান্তিপূর্ণ পরিবেশ চায় জাতীয় মানবাধিকার কমিশন
তীব্র গরমে ক্রেতা সংকট, বন্ধ ফুটপাতের বেশিরভাগ দোকান
তীব্র গরমে ক্রেতা সংকট, বন্ধ ফুটপাতের বেশিরভাগ দোকান
অর্থনৈতিক সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: সালমান এফ রহমান
অর্থনৈতিক সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: সালমান এফ রহমান
‘কলা চুরি’ নিয়ে বিতর্কের জেরে স্কুলছাত্রকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
‘কলা চুরি’ নিয়ে বিতর্কের জেরে স্কুলছাত্রকে হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’
চাকরি স্থায়ীর দাবিতে বিটিসিএল কর্মচারীদের ‘লাগাতার অবস্থান’