X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জলবায়ু বিশেষজ্ঞদের অবহেলা করা হচ্ছে: গ্রেটা থানবার্গ

বিদেশ ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২০, ১৮:২১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২০, ১৪:৫১
image

বিজ্ঞান অনুসরণের গুরুত্ব করোনাভাইরাসের মহামারি স্পষ্ট করে দেওয়ার পরও জলবায়ু বিশেষজ্ঞদের কথা শোনা হচ্ছে না বলে জানিয়েছেন বিশ্বজুড়ে পরিচিত পরিবেশবাদী অ্যাকটিভিস্ট গ্রেটা থানবার্গ। সুইডেনের এই তরুণ অ্যাকটিভিস্ট যুক্তি দেখিয়েছেন যে, কোভিড-১৯ সংকট এমন এক আলো দেখিয়েছে যে বিজ্ঞান ছাড়া আমরা চলতে পারবো না। তারপরও মানুষ কেবল এক ধরনের বিজ্ঞানীদের কথা শুনেই যাচ্ছে। মঙ্গলবার ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসি রেডিও’র টুডে প্রোগ্রাম-এ দুইবার বুকার জয়ী লেখক মার্গারেট অ্যাটউড-এর সঙ্গে এক যৌথ সাক্ষাৎকারে এসব কথা বলেন গ্রেটা থানবার্গ। গ্রেটা থানবার্গ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার দাবিতে ২০১৮ সালে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেওয়া শুরু করেন স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। তার প্রতি সমর্থন জানিয়ে দুনিয়াজুড়ে এই আন্দোলনে শামিল হয় লাখ লাখ মানুষ। দুনিয়াজুড়ে পরিবেশ আন্দোলনের মুখপাত্র হয়ে ওঠেন গ্রেটা থানবার্গ।

মঙ্গলবারের সাক্ষাৎকারে গ্রেটার কাছে জানতে চাওয়া হয় বিজ্ঞান সম্পর্কে মানুষের বোঝাপড়ায় মহামারি যে প্রভাব ফেলেছে তা জলবায়ু পরিবর্তন মোকাবিলার ওপর কোনও ফেলবে কিনা। জবাবে পরিবেশকর্মী গ্রেটা বলেন, ‘অবশ্যই এর প্রভাব রয়েছে। আমার মনে হয়, এই মহামারি আমাদের আলো দেখিয়েছে যে কিভাবে… আমরা বিজ্ঞানের ওপর নির্ভরশীল আর আমরা বিজ্ঞান ছাড়া চলতে পারবো না।’ তিনি বলেন, ‘কিন্তু নিশ্চিতভাবেই আমরা কেবল এক ধরনের কিংবা বেকল কয়েক ধরনের বিজ্ঞানীদের কথা শুনছি। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা কেবল জলবায়ু বিজ্ঞানীদের কথা শুনছি, কিন্‌তু জীববৈচিত্র নিয়ে কাজ করা বিজ্ঞানীদের কথা শুনছি না। নিশ্চিতভাবেই এই মনোভাবে বদল আনতে হবে।’

২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বিভিন্ন দেশের প্রতিশ্রুতির বিষয়ে জানতে চাইলে খানিকটা এড়িয়ে যান গ্রেটা থানবার্গ। তিনি বলেন, ‘সত্যিই যদি তারা এটা করে তাহলে খুবই চমৎকার হবে। আমাদের এখনই কিছু করতে হবে।’

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার প্রতিশ্রুতি দেওয়া জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় নতুন কিছু শুরুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করেন থানবার্গ।

জলবায়ু প্রচার চালানোর পর স্কুলে ফিরে ভালো লাগছে বলে জানিয়েছেন গ্রেটা থানবার্গ। তিনি বলেন, পড়াশুনা ভালো লাগে তার।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট এক  টুইট বার্তায় গ্রেটা থানবার্গ জানান, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এক বছর ধরে ক্যাম্পেইন চালানোর পর অবশেষে আবারও স্কুলে ফিরছেন তিনি। এর আগে সর্বশেষ ২০১৯ সালের জুনে স্কুলে গিয়েছিলেন এ পরিবেশ আন্দোলনকর্মী।

/জেজে/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
সর্বশেষ খবর
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
অনুমতি ছাড়া হলুদ-মরিচ গুঁড়া ও চিনি বিক্রি করায় জরিমানা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা