X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আগেই জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত ছিলেন জাকার্তার দুই হামলাকারী

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৬, ১৭:১৬আপডেট : ১৫ জানুয়ারি ২০১৬, ১৭:১৬
image

৫ হামলাকারীর মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করেছে ইন্দোনেশিয়ার পুলিশ জাকার্তায় হামলার পর বন্দুকযুদ্ধে নিহত ৫ হামলাকারীর মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করেছে ইন্দোনেশীয় পুলিশ। এদের মধ্যে দুইজন আগেই জঙ্গি তৎপরতার দায়ে দোষী সাব্যস্ত ছিলেন বলে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবারে জাকার্তার বিভিন্ন স্থাপনার কাছে বোমা বিস্ফোরণে দুই হামলাকারী নিহত হন এবং পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ হারান আরও তিন হামলাকারী। এ ছাড়াও নিহত হন এক কানাডার নাগরিক ও এক ইন্দোনেশিয়ার নাগরিক। পরে ইন্টারনেটে এক বিবৃতিতে আইএস এই হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করে যুক্তরাষ্ট্রভিত্তিক জিহাদি কার্যক্রম পর্যবেক্ষক সংস্থা সাইট ইন্টিলিজেন্স। ঘটনার পর থেকে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। সেইসঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত করারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
শুক্রবার পুলিশের তরফে দাবি করা হয়, হামলাকারীদের একজনের নাম আফিফ সুনাকিম। হামলার সময় বন্দুক হাতে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে তাকে। পুলিশ জানায়, এ ব্যক্তিকে জঙ্গিদের সঙ্গে যোগ দেওয়ার দায়ে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া হামলাকারীদের মধ্যে আরও একজন রয়েছেন যাকেও জঙ্গিবাদে সংশ্লিষ্টতার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিলো।  

এর আগে,হামলার পেছনে বাহরুন নাইম নামের এক সন্দেহভাজন জঙ্গির সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করে ইন্দোনেশিয়ার গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থা আরও জানায়, নাইম দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসের সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন।  

এদিকে হামলায় জড়িত থাকা সন্দেহে শুক্রবার তিনজনকে আটক করা হলেও তারা আদৌ জড়িত ছিলো কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ