X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জান্তা সরকারের বিদায়ী অনুষ্ঠানে সু চিকে উষ্ণ অভ্যর্থনা

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৬, ১৯:২৫আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৯:২৫
image

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নেতৃত্বাধীন শেষ পার্লামেন্ট অধিবেশনকে ঘিরে আয়োজিত হলো এক উৎসব। আর তাতে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো গণতন্ত্রপন্থী নেত্রী এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসতে যাওয়া ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নেতা অং সান সু চি।

জান্তা সরকারের বিদায়ী অধিবেশনের অনুষ্ঠানে যোগ দেন সু চি

বিদায়ী এই অধিবেশনের মধ্য দিয়ে দেশটিতে গত অর্ধশতকের সেনা আধিপত্যের অবসান ঘটছে বলে প্রত্যাশা করা হচ্ছে। শুক্রবারের অধিবেশনে উৎফুল্লচিত্তে অংশ নেন বর্তমান সেনাসমর্থিত এমপিরা। শেষ দিনের অধিবেশনটিকে প্রাণবন্ত করে রাখেন তারা।

বিদায়ী স্পিকার অধিবেশনের উদ্বোধন করেন। তিনি বলেন, প্রত্যেকের সম্পর্কে মজার মজার গল্প বলে আমি সকলকে বিদায় জানাতে চাই। এ সময় তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নতুন পার্লামেন্ট ও মিয়ানমারের গণতন্ত্রে উত্তরণকে শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, স্বপ্ন সত্যি হতে চলেছে।

জান্তা সরকারের বিদায়ী অধিবেশনের অনুষ্ঠানে সু চি, ছবি এএফপি

বিদায়ী অনুষ্ঠানে সু চিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ‘স্বপ্ন সত্যি হতে চলেছে’... এমন একটি গান গেয়ে সু চিকে স্বাগত জানান সংসদ সদস্যরা। অনুষ্ঠানে সম্প্রদায়গত সংখ্যালঘুরা নৃত্য পরিবেশন করেন। 

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সম্প্রদায়গত সংখ্যালঘুরা, ছবি এএফপি

গত ৮ নভেম্বর মিয়ানমারে ২৫ বছরের মধ্যে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮০ শতাংশ আসনে জয় পায় অং সান সুচি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। আগামী ১ ফেব্রুয়ারি দেশটির নতুন পার্লামেন্টের যাত্রা শুরুর কথা রয়েছে। সে হিসেবে শুক্রবার ছিল পার্লামেন্টে আগের মেয়াদের সেনা সমর্থিত এমপিদের শেষ কার্যদিবস।

শুক্রবার বিকেলে নতুন পার্লামেন্টকে স্বাগত জানান বিদায়ী পার্লামেন্টের সদস্যরা।

মিয়ানমারের প্রেসিডেন্ট থিন সেইন তার বক্তব্যে দেশের গণতান্ত্রিক অগ্রগতিকে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করেন। তিনি আগামী মার্চের শেষ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে মিয়ানমার শাসন করছে দেশটির সেনাসমর্থিত রাজনৈতিক দল দ্য ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। তবে গত নভেম্বরের নির্বাচনে সুচি’র দলের কাছে তাদের পরাজয় ঘটে। সূত্র: ইয়াহু।

/এমপি/বিএ/

সম্পর্কিত
তাইওয়ান প্রণালিতে আবারও চীনা সামরিক বিমান শনাক্ত
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
সর্বশেষ খবর
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
৭৮ দিন পর গ্রামের বাড়িতে তিউনিসিয়ায় নৌকাডুবিতে মারা যাওয়া ৮ যুবকের মরদেহ
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত