অবশেষে অরুণাচলের ওপর থেকে রাষ্ট্রপতি শাসন তুলে নেওয়া হল। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই অরুণাচল প্রদেশের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা কালিখো পুল। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।
গতকাল (শুক্রবার) রাত ১০টার দিকে গভর্নর জ্যোতিপ্রকাশ রাজখোয়ারের সামনে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। কালিখো পুলের মুখ্যমন্ত্রীত্বের স্বপক্ষে ৩২ জন বিধায়কের (এমএলএ) সমর্থনও গ্রহণ করা হয়। যাদের মধ্যে রয়েছে কংগ্রেসের ১৮ জন বিদ্রোহী, বিজেপির ১১ জন এবং ২ জন স্বতন্ত্র বিধায়কের সমর্থন রয়েছে।
সরকার গঠন প্রশ্নে কংগ্রেসের কেন্দ্রীয় হাইকম্যান্ডের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে। তবে কংগ্রেসের অরুণাচল প্রদেশ কমিটি থেকে বলা হয়েছে বিদ্রোহী বিধায়কেরা এখন আর কংগ্রেসের সদস্য নন।
গত বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট অরুণাচলের রাজ্যসভা থেকে স্থিতাবস্থা তুলে দেওয়ার আদেশ প্রদানের করেন। এর আগেই কালিখো পুল গভর্নর জেপি রাজখোয়ার নিকট ৩১ জন বিধায়কের সমর্থনসহ সরকার গঠনের লিখিত দাবি উপস্থাপন করেন। এর পর গত বুধবার অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর প্রেক্ষিতে শুক্রবার কেন্দ্র থেকে রাষ্ট্রপতি শাসন সরিয়ে নেওয়া হয়।
এদিকে শুক্রবার কংগ্রেস দিনভর বরখাস্ত হওয়া সরকার টিকিয়ে রাখতে চেষ্টা চালিয়েছে। অরুণাচলের পদ হারানো মুখ্যমন্ত্রী নবম তুকি এ দিন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন,রাজ্যসভায় তার সরকারকে গরিষ্ঠতা প্রমাণ করার একটা শেষ সুযোগ দেওয়া হোক। তাই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করুক শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্ট ওই আবেদন খারিজ করে দেন।
উল্লেখ্য, কংগ্রেসের ৪৭ জন বিধায়কের মধ্যে ২১ জনই তৎকালীন মুখ্যমন্ত্রী তুকির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় গত ২৬ জানুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি হয় অরুণাচলে। ৬০ সদস্যের অরুণাচল প্রদেশ রাজ্যসভায় বিদায়ী সরকারের পক্ষে এখন মাত্র ২৬ জন বিধায়কের সমর্থন রয়েছে।
কালিখো পুল অরুণাচল প্রদেশ রাজ্যসভায় পাঁচবারের নির্বাচিত বিধায়ক। তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত পূর্ববর্তী মুখ্যমন্ত্রী গেগং আপাং-এর সরকারে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস।
/এসএ/বিএ/