X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বিদেশে গেলে বাংলাদেশিদের আয় বাড়ে ২০০ শতাংশের বেশি: প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৩, ১৭:৪২আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৯:৫৩

বাংলাদেশি অভিবাসীরা বিভিন্ন দেশে গিয়ে কাজ করলে আয় বাড়ে ২০০ শতাংশের বেশি। বিপরীতে দেশের ভেতরে কাজের খোঁজে অন্যত্র পাড়ি জমানোর ফলে এই আয় বাড়ে ২০ শতাংশ। মঙ্গলবার বিশ্বব্যাংক গ্রুপ প্রকাশিত অভিবাসন, শরণার্থী ও সমাজ শীর্ষক বিশ্ব উন্নয়ন প্রতিবেদন ২০২৩-এ এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের অদক্ষ শ্রমিকরা যুক্তরাষ্ট্রে অভিবাসিত হলে আয় বাড়ে সবচেয়ে বেশি, যা ৩০০ শতাংশের বেশি হতে পারে। যুক্তরাষ্ট্র বাদে বাংলাদেশিদের আয় বেশি বাড়ে মালয়েশিয়ায়। দেশটিতে বাংলাদেশিদের আয় বৃদ্ধির হার ২১০ শতাংশ।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কুয়েত যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের খরচ হয় সবচেয়ে বেশি। কাজের জন্য বাংলাদেশিদের সবচেয়ে পছন্দের দেশ হলো সংযুক্ত আরব আমিরাত।

প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে যাওয়ার পর বাংলাদেশিদের যে আয় বাড়ে তা দেশে অর্জনের জন্য আরও অন্তত ৪০ বছর সময় লাগবে।

বিদেশে গেলে বাংলাদেশিদের আয় বাড়ে ২০০ শতাংশের বেশি: প্রতিবেদন

বাংলাদেশি অদক্ষ শ্রমিকরা বিদেশে কাজে যাওয়ার ফলে তাদের পরিবারের আয় দ্বিগুণ হয়। এছাড়া বিদেশে কয়েক বছর কাজ করার পর দেশে ফেরত আসা বাংলাদেশিদের দুই-তৃতীয়াংশ উদ্যোক্তা বা উপার্জনের নিজস্ব উদ্যোগ নেয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে অনেক দেশে কর্মক্ষম প্রাপ্ত বয়স্ক জনগোষ্ঠী দ্রুত হ্রাস পাবে। এর ফলে অভিবাসন অর্থনীতি এবং মানুষের জন্য একটি অনন্য সুযোগ হতে পারে। এতে অভিবাসীদের নিজ দেশ ও গন্তব্য, উভয় দেশের প্রবৃদ্ধিতে তারা ভূমিকা রাখতে পারবে।

এতে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী কর্মক্ষম জনসংখ্যার বয়স বাড়ার কারণে শ্রমিক এবং মেধার জন্য বিশ্বব্যাপী প্রতিযোগিতা তীব্র হবে।

অভিবাসী পাঠানো দেশগুলোকে তাদের উন্নয়ন কৌশলে শ্রম অভিবাসনকে একটি সুস্পষ্ট অংশ হিসেবে চিহ্নিত করার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। অভিবাসী গ্রহণকারী দেশগুলোতে তাদের অন্তর্ভুক্তি সহজ এবং নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টিকারী সামাজিক প্রভাবগুলো মোকাবিলা করারও পরামর্শ দেওয়া হয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
৩৪০০ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক
মালয়েশিয়ায় বকেয়া বেতনের দাবিতে ঢাকায় মন্ত্রণালয়ের সামনে কর্মীদের অবস্থান
সর্বশেষ খবর
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল