X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

মেক্সিকোতে গানের মাধ্যমে যৌন হয়রানি প্রতিরোধ

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৬, ১৩:৩৬আপডেট : ০৯ মার্চ ২০১৬, ১৩:৪১
image

মেক্সিকোতে নারীদের একটি গ্রুপ ‘ডটারস অব ভায়োলেন্স’ যৌন হয়রানি প্রতিরোধে রাজধানী মেক্সিকো সিটিতে এক অভিনব উদ্যোগ নিয়েছে। তিন বছর ধরে তারা ‘সেক্সিস্তা পাঙ্ক’ শীর্ষক এক প্রতিরোধী গান এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিপীড়কদের প্রকাশ্যে তুলে ধরার মধ্য দিয়ে তাদের প্রতিরোধ জারি রেখেছেন।

‘ডটারস অব ভায়োলেন্স’-এর মুখপাত্র অ্যানা ব্যাট্রিস বলেন, ‘আমরা এমন এক বিশ্বে বাস করি, যেখানে সবকিছুই পুরুষতান্ত্রিক। আমরা পুরুষদের শিক্ষিত করতে চাই না। আমরা চাই ঠিক এর বিপরীতটা, নারীদের শিক্ষিত করতে চাই।’

মেক্সিকোর রাস্তায় যৌন হয়রানি নিত্যদিনের ঘটনা

এরই মধ্যে যেসব পুরুষের মুখোমুখি হতে হয়েছে, তাদের একাংশ ওই গ্রুপের কাছে ক্ষমা চেয়েছে বলে তারা জানিয়েছেন। ওই নারীবাদী গ্রুপের ওপর এক সদস্য অ্যানা ক্যারেন বলেন, ‘এখন আমি সক্রিয় হওয়ার ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস অনুভব করি। আর রাস্তায় হাঁটতে এখন আর আমার ভয় লাগে না।’

মেক্সিকোতে রাস্তায় যৌন হয়রানি প্রতিরোধে কোন আইন নেই। আর এমন কোনও আইন থাকলেও পুলিশের প্রতি অবিশ্বাসের কারণে নিপীড়িতরা অভিযোগ করতেও যেতে চান না বলে ওই গ্রুপটি জানিয়েছে। একটি নারীবাদী মানবাধিকার গ্রুপ হ্যাবিতায়েস-এর কর্মী ইয়ুকারি মিলান বলেন, আইনগত যে কোনও পরিবর্তন আসতে সময় লাগবে। তাই সরাসরি কাজে নেমে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। যার মধ্যে রয়েছে, নারীদের শিক্ষিত করে তোলা, তাদের সাথে কথা বলা ইত্যাদি। যেন তারা নিজেদের একা না মনে করে আর হয়রানিটাকে বুঝতে সক্ষম হন। আর তাহলেই তারা সাহায্য চাইতে পারবে।

যৌন হয়রানির বিরুদ্ধে নারীদের বিক্ষোভ

নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের এই বার্তা অন্যদের পৌঁছে দিচ্ছেন। তারা আরও জানিয়েছেন, পুরো লাতিন অঞ্চলজুড়ে তারা সমর্থন পাচ্ছেন। তারা আশা করছেন, অচিরেই এই উদ্যোগ ম্যাক্সিকোর সড়ক ছাড়িয়ে একটি সামাজিক আন্দোলনে রূপ নিতে সক্ষম হবে। সূত্র: আলজাজিরা।

/এসএ/বিএ/

সম্পর্কিত
ক্যালিফোর্নিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণ, অগ্নিকাণ্ড
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
যুক্তরাষ্ট্রে ফাঁদ পেতে দমকলকর্মীদের ওপর হামলা, নিহত ২
সর্বশেষ খবর
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
ধানমন্ডিতে  ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
ধানমন্ডিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী আহত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
চোরের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
বর্ষায় ঘুরতে যাওয়ার আগে এই ১০ জিনিস সঙ্গে রাখতে ভুলবেন না
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল