X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ২৩ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৪, ১৩:৩২আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৩:৩২

পাকিস্তানে ২৩ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। কর্তৃপক্ষ বলেছে, সোমবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশের  মুসাখাইল জেলায় বাস ও ট্রাক থেকে যাত্রীদের নামিয়ে পরিচয় যাচাইয়ের পর গুলি করা হয়। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

মুসাখাইলের সহকারী কমিশনার নাজীব কাকার বলেছেন, কিছু অস্ত্রধারী ব্যক্তি রারাশাম এলাকায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরুদ্ধ করে। এরপর বেশকিছু বাস থেকে যাত্রীদের নামিয়ে আনে। পরিচয়পত্র যাচাইয়ের পর তাদের গুলি করা হয়।

এছাড়া, দুর্বৃত্তরা ১০টি বাহনে আগুন দিয়েছে । অস্ত্রধারীদের পরিচয় সম্পর্কিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

কাকার আরও বলেন, পুলিশ ও শুল্ক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। মৃতদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।

এএফপিকে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, নিহতদের মধ্যে ৩জন বেলুচিস্তান ও বাকিরা পাঞ্জাবের অধিবাসী ছিলেন।

পাঞ্জাবিদের শনাক্ত করে এর আগেও গুলি চালানোর ঘটনা ঘটেছে। গত এপ্রিলে ৯ জন ও অক্টোবরে ৬জনকে পরিচয় যাচাইয়ের পর গুলি করে অস্ত্রধারীরা।

২০১৫ সালে অস্ত্রধারীদের গুলিতে ২০জন নিহত ও ৩জন মারাত্মকভাবে আহত হয়। তাদের সবাই সিন্ধু ও পাঞ্জাবের অধিবাসী ছিলেন।

প্রেসিডেন্ট আসিফ আল জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন বলে জানিয়েছে রেডিও পাকিস্তান।

উভয়েই বলেছেন, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের অঙ্গীকার সর্বদাই দৃঢ় আছে।  

 

 

/এসকে/
সম্পর্কিত
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
মার্কিন বাজেটে ১৬৩ বিলিয়ন ডলার সংকোচনের প্রস্তাব
পাকিস্তানে স্বল্পপাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ
সর্বশেষ খবর
কারিগরি সেক্টরকে ঢেলে সাজাতে সংস্কার প্রস্তাব দেবে এনসিপি: নাসিরুদ্দীন পাটওয়ারী
কারিগরি সেক্টরকে ঢেলে সাজাতে সংস্কার প্রস্তাব দেবে এনসিপি: নাসিরুদ্দীন পাটওয়ারী
আইনজীবীকে মারধর করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা
আইনজীবীকে মারধর করে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা
ফুফুর বাড়িতে বেড়াতে এসে নদীতে নেমে কিশোরী নিখোঁজ
ফুফুর বাড়িতে বেড়াতে এসে নদীতে নেমে কিশোরী নিখোঁজ
শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা, লাশ দাফনের পর ককটেল হামলা
শ্রমিক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা, লাশ দাফনের পর ককটেল হামলা
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন