পাকিস্তানে ২৩ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। কর্তৃপক্ষ বলেছে, সোমবার (২৬ আগস্ট) স্থানীয় সময় সকালে দেশটির বেলুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় বাস ও ট্রাক থেকে যাত্রীদের নামিয়ে পরিচয় যাচাইয়ের পর গুলি করা হয়। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।
মুসাখাইলের সহকারী কমিশনার নাজীব কাকার বলেছেন, কিছু অস্ত্রধারী ব্যক্তি রারাশাম এলাকায় আন্তঃপ্রাদেশিক মহাসড়ক অবরুদ্ধ করে। এরপর বেশকিছু বাস থেকে যাত্রীদের নামিয়ে আনে। পরিচয়পত্র যাচাইয়ের পর তাদের গুলি করা হয়।
এছাড়া, দুর্বৃত্তরা ১০টি বাহনে আগুন দিয়েছে । অস্ত্রধারীদের পরিচয় সম্পর্কিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
কাকার আরও বলেন, পুলিশ ও শুল্ক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। মৃতদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।
এএফপিকে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, নিহতদের মধ্যে ৩জন বেলুচিস্তান ও বাকিরা পাঞ্জাবের অধিবাসী ছিলেন।
পাঞ্জাবিদের শনাক্ত করে এর আগেও গুলি চালানোর ঘটনা ঘটেছে। গত এপ্রিলে ৯ জন ও অক্টোবরে ৬জনকে পরিচয় যাচাইয়ের পর গুলি করে অস্ত্রধারীরা।
২০১৫ সালে অস্ত্রধারীদের গুলিতে ২০জন নিহত ও ৩জন মারাত্মকভাবে আহত হয়। তাদের সবাই সিন্ধু ও পাঞ্জাবের অধিবাসী ছিলেন।
প্রেসিডেন্ট আসিফ আল জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন বলে জানিয়েছে রেডিও পাকিস্তান।
উভয়েই বলেছেন, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের অঙ্গীকার সর্বদাই দৃঢ় আছে।