X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরিতে ব্যবহৃত ফিলিপাইনের ব্যবসায়ীর অ্যাকাউন্ট ভুয়া!

বিদেশ ডেস্ক
১৮ মার্চ ২০১৬, ১০:৫৪আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১০:৫৪
image

আরসিবিসি ব্যাংকের আইনি ও নিয়ন্ত্রক সংস্থার প্রধান ম্যাকেল এস্তাভিলো যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় ফিলিপাইনের ব্যাংকে সে দেশের ব্যবসায়ী উইলিয়াম গো’র যে একাউন্টটি ব্যবহার করা হয়েছে সেটি আসল অ্যাকাউন্ট নয়; রিজাল ব্যাংকিং কর্পোরেশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এই দাবির কথা জানিয়েছে ফিলিপাইনের সংবাদমাধ্যম ইনকোয়ারার। তবে এরআগে  সন্দেহভাজন ব্যাংক ম্যানেজার মাইয়া সান্তোস দিগুইতোর আইনজীবী ফার্দিনান্দ তোপাসিও অভিযোগ করেন, আরসিবিসি হেড অফিস কয়েকজন পদস্থ কর্মকর্তাদের বাঁচাতে বিষয়টিকে ধামা-চাপা দিতে চাইছে। আরসিবিসি-র অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে প্রশ্ন তুলে তার আইনজীবী বলেন, ‘এখানে ন্যায় বিচার সম্ভব নয়। আরসিবিসি-তে কেবল মাত্র আমার মক্কেলকেই সাসপেন্ড করা হয়েছে।’
তবে বৃহস্পতিবার আরসিবিসি ব্যাংকের আইনি ও নিয়ন্ত্রক সংস্থার প্রধান ম্যাকেল এস্তাভিলো সিনেটে ব্লু রিবন কমিটির শুনানিতে দাবি করেছেন, জুপিটার স্ট্রিটে আরসিবিসির মাকাতি শাখার ব্যবস্থাপক মাইয়া সান্তোস দিগুইতো ব্যবসায়ী উইলিয়াম গো’র অ্যাকাউন্টকে সঠিক এবং যথাযথ বলে উল্লেখ করেছিলেন। তবে আরসিবিসি ব্যাংক অভ্যন্তরীণ তদন্ত করে দেখেছে, গো’র নামে ২০১৪ সালে খোলা একটি ফিলিপাইনি মুদ্রার অ্যাকাউন্ট এবং ২০১৬ সালে খোলা একটা ডলার অ্যাকাউন্ট আসলে ভুয়া। এগুলোতে গো’র নকল স্বাক্ষর ব্যবহৃত হয়েছে। অ্যাকাউন্ট দু’টিতে ব্যবহৃত গো’র ঠিকানাও ভুয়া বলে দাবি করেছেন ম্যাকেল এস্তাভিলো।
ম্যাকেল এস্তাভিলো দাবি করেন, ৫ ফেব্রুয়ারি ওই অ্যাকাউন্ট খোলা হলেও মাকাতি শাখার ব্যবস্থাপক মাইয়া সান্তোস দিগুইতোর মাধ্যমেই ২২ অথবা ২৩ ফেব্রুয়ারি ব্যবসায়ী গো বিষয়টি জানতে পারেন। গো’কে দিগুইতো জানিয়েছিলেন, ফিলরেম নামের এক ফরেন এক্সচেঞ্জ কোম্পানির একটি কোম্পানি-একাউন্ট দরকার ছিলো, ব্যক্তিগত নয়। এই অ্যাকাউন্ট খোলার কারণে ব্যবসায়ী গো’র কাছে দিগুইতো ক্ষমাও চেয়েছেন বলে সিনেট কমিটির কাছে দাবি করেছেন আরসিবিসি ব্যাংকের আইনি ও নিয়ন্ত্রক সংস্থার প্রধান। তার দাবি, ওই ডলার অ্যাকাউন্ট থেকেই ২০ মিলিয়ন ফিলিপাইনি মুদ্রা উঠিয়ে তা নিজের গাড়িতে নিয়ে পালিয়ে যান দিগুইতো।

সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
তীব্র গরমে বেড়েছে রিকন্ডিশন্ড এসির চাহিদা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত