ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে হামাস, হিজবুল্লাহ ও আসাদের মতো পরিণতি হুথিদের ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের ইসরায়েলি প্রতিনিধি ড্যানি ড্যানন। নিরাপত্তা পরিষদে বক্তব্য প্রদানকালে সোমবার (৩০ ডিসেম্বর) এই কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হুথিদের হামলা আর বরদাস্ত করা হবে না বলে নিরাপত্তা পরিষদের সভায় ড্যানন বলেছেন, মধ্যপ্রাচ্যে গত একবছরে যা হয়েছে, হুথিরা বোধহয় সেদিকে খুব একটা মনোযোগ দিচ্ছে না। তাদের স্মরণ করিয়ে দিতে বলতে চাই, আমাদের ধ্বংস করতে চাওয়া হামাস, হিজবুল্লাহ ও আসাদের পরিণতির দিকে মনোযোগ দিন। শেষবারের মত তাদের আমরা সতর্ক করছি। মনে রাখবেন, এটা আমাদের হুমকি নয়, অঙ্গীকার।
এর কয়েকঘণ্টা পরেই ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনি হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহইয়া সারিই জানিয়েছেন, তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও জেরুজালেমের একটি বিদ্যুৎ কেন্দ্রে জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তারা।
এদিকে, হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা দেওয়ার পর গোষ্ঠীটির সর্বোচ্চ পরিষদের প্রধান মোহাম্মদ আলি আল-হুথি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেছেন, গাজার প্রতি অব্যাহত সমর্থনের পাশাপাশি ইসরায়েলে হামলাও চলমান থাকবে।
সভার আগে সাংবাদিকদের ড্যানন বলেছিলেন, নিজেদের জনগণকে রক্ষায় ইসরায়েল সদা সচেষ্ট থাকবে। আমাদের শক্তি থেকে তারা নিরাপদ থাকবে না।
তিনি তেহরানের প্রতিও সতর্কতা জানিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের যেকোনও স্থানে হামলা চালানোর সক্ষমতা ইসরায়েলের রয়েছে। ইরানি প্রক্সিদের কোনও রকম ছাড় দেবে না তেল আবিব।
গত সপ্তাহে ইয়েমেনে হুথিদের কিছু অবকাঠামোতে হামলা চালায় ইসরায়েল। এরমধ্যে ছিল সানা বিমানবন্দর, দেশটির পশ্চিমাঞ্চলের কয়েকটি বন্দর ও দুটি বিদ্যুৎ কেন্দ্র। ওই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, ইসরায়েল কেবল তাদের সক্ষমতার সামান্য কিছু অংশ দেখাচ্ছে।