X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

বিদেশি যোদ্ধাদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে সিরিয়া 

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ২০:১১আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২০:১১

সিরিয়ার সশস্ত্র বাহিনীতে কয়েকজন বিদেশি যোদ্ধাকে অন্তর্ভুক্ত করেছে দেশটির নতুন শাসক গোষ্ঠী। তাদের মধ্যে অন্তত একজন করে জর্ডান ও তুরস্কের নাগরিক এবং কয়েকজন উইঘুর সম্প্রদায়ের লোক রয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

রবিবার সামরিক বাহিনীর ৪৯টি পদে নিয়োগের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের মধ্যে দেশটির প্রধান বিদ্রোহী গোষ্ঠীর নেতারাও অন্তর্ভুক্ত আছেন। সিরিয়ার সেনাবাহিনীর এক সূত্র জানিয়েছে, সুপারিশপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি যোদ্ধা। তাদের মধ্যে তিনজনকে বিগ্রেডিয়ার জেনারেল ও অন্তত তিনজনকে কর্নেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সংখ্যালঘুদের প্রতি কোনও নিপীড়নমূলক পদক্ষেপ নেওয়া ও ইসলামিক বিপ্লবের ভিত্তিতে শাসন পরিচালনা থেকে বিরত থাকার অঙ্গীকার করেছিল নতুন শাসকদল। তবে, সিনিয়র বিভিন্ন পদবিসহ প্রশাসনিক পদে জিহাদিদের অন্তর্ভুক্ত করায় দেশটির সাধারণ নাগরিকসহ অন্যান্য দেশের নেতৃবৃন্দের আশঙ্কা, শাসকদল তাদের অঙ্গীকার পালন করবে না। 

দুই সিরীয় নিরাপত্তা সূত্রের দাবি, দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোকে পেশাদার বাহিনীতে পরিণত করতেই এই পদক্ষেপ নিয়েছে দামেস্ক। 

নতুন নিয়োগের উদ্দেশ্য জানতে সরকারের মুখপাত্রের সঙ্গে যোগাযোগে চেষ্টা করে সাড়া পায়নি রয়টার্স। এছাড়া, নিয়োগপ্রাপ্ত বিদেশিদের জাতীয়তা স্বাধীনভাবে এখনও যাচাই করতেও ব্যর্থ হয়েছে তারা।

সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে আসাদ সরকার ও ইরান সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে বিদ্রোহীদের দলে হাজারও বিদেশি সুন্নি যোগ দিয়েছিলেন। এতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। 

অনেক বিদেশি নিজেদের দল গঠন করেছিলেন। অনেকে আবার ইসলামিক স্টেটের মতো দলে যোগদান করেছিলেন। বাকিরা এইচটিএসে যোগ দিয়েছিলেন।

এদিকে, সিরিয়ার কার্যত নেতা (ডি-ফ্যাক্টো রুলার) ও এইচটিএস প্রধান আহমেদ আল-শারা, দল থেকে কয়েক ডজন বিদেশি মিলিশিয়াকে বহিষ্কৃত করেছেন। দলকে আরও বেশি সিরীয় ও আধুনিক করতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে তিনি দাবি করেন। রবিবার এক ভাষণে তিনি বলেছেন, দল ও গোষ্ঠী ভিত্তিক মানসিকতা দিয়ে নতুন সিরিয়া পরিচালিত হবে না।

আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধে অবসানের সম্মাননাস্বরূপ বিদেশি যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সিরীয় নাগরিকত্ব প্রদান করে দেশে অবস্থানের অনুমতি দেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির নতুন শাসক গোষ্ঠী।

 

/এসকে/
সম্পর্কিত
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
চিলির উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
বাংলাদেশ সব বকেয়া পরিশোধ করবে, আশাবাদী আদানি পাওয়ার
সর্বশেষ খবর
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
রাজধানীতে মোটরসাইকেল ধাক্কায় পথচারী নিহত, আহত স্বামী-স্ত্রী
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
১৪ বছর পর নিয়াজ-ফাহাদদের নিয়ে তিতাস চ্যাম্পিয়ন
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’