X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

আইএসের প্রতি অনুগত ব্যক্তি বর্ষবরণে একাই হামলা চালিয়েছে: এফবিআই

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৫, ১৬:৫২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৯:৩৪

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স অঙ্গরাজ্যে বর্ষবরণের সময় ১৪ জনকে হত্যাকারী সাবেক মার্কিন সেনা শামসুদ দীন জব্বার ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য স্বীকার করেছিল। হামলার পূর্বে ধারণকৃত ভিডিওতে আইএসের প্রতি আনুগত্য স্বীকারের পাশাপাশি গান, মাদক ও মদের প্রতি নিজের ঘৃণার কথাও জানিয়েছিল সে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

৪২ বছর বয়সী টেক্সাসের বাসিন্দা জব্বার একসময় যুক্তরাষ্ট্রের হয়ে আফগানিস্তানে যুদ্ধ করেছিল। প্রাথমিকভাবে হামলায় জব্বারের সঙ্গে আরও সহযোগী থাকতে পারে বলে ধারণা করলেও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) দাবি করেছে, ওই হামলা জব্বার একাই করেছিল।   

হামলার পর পুলিশের গুলিতে নিহত হয় জব্বার। গোলাগুলিতেও অনেকে আহত হয়েছেন। এফবিআই পুরো ঘটনাটিকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিহ্নিত করেছে। 

সংবাদ সম্মেলনে এফবিআই এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ক্রিস্টোফার রাইয়া বলেছেন, আইএসের প্রতি আনুগত্য স্বরূপই এই হামলা চালিয়েছিল জব্বার। পুরো বিষয়টি ছিল পরিকল্পিত। 

সেনাবাহিনীর একজন সাবেক সদস্য, রিয়েল স্টেট এজেন্ট ও ট্যাক্স বিষয়ে পরামর্শদানকারী বৃহৎ প্রতিষ্ঠান ডেলোইট্টেতে চাকরি করা একজন মার্কিন নাগরিক কীভাবে আইএস এর প্রতি এত তীব্রভাবে অনুগত হয়ে গেলো, তা এখনও বুঝে উঠতে পারেনি গোয়েন্দারা। জব্বার কীভাবে চরমপন্থিদের দলে ভিড়লো, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন রাইয়া।  

হামলায় ব্যবহৃত ট্রাকের পেছনে আইএসের একটি পতাকা আটকানো অবস্থায় পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সামরিক অভিযানে আইএস দুর্বল হয়ে পড়লেও অনলাইনে সদস্য সংগ্রহ চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

শামসুদ দীন জব্বারের সৎভাই আব্দুর রহিম জব্বার জানিয়েছেন, সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে শামসুদ দীনের। এরপর থেকেই হতাশাগ্রস্ত ছিলেন তিনি। কিন্তু হামলার কয়েক সপ্তাহ আগেও ভয়াবহ ধরনের কোনও রাগ বা অসন্তোষের লক্ষণ দেখা যায়নি তারমধ্যে।

টেক্সাসের বিমাউন্ট শহরে নিজ বাড়িতে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার ভাই একজন স্মার্ট, হাসিখুশি, ক্যারিশমাটিক, ভদ্র একজন মানুষ ছিলেন। অকারণে একটি মাছি মারাও তার পক্ষে সম্ভব না। কিন্তু ভয়াবহ হামলার সঙ্গে তার ব্যক্তিত্ব  মেলানো যাচ্ছে না। সেজন্যই বিষয়টি আরও পীড়াদায়ক। 

/এসকে/
সম্পর্কিত
ফ্রান্সে মসজিদে হামলা:  রাজনীতিকদের নিন্দা, পলাতক সন্দেহভাজন
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় নীল স্যুট পরে আলোচনায় ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতির ইঙ্গিত
সর্বশেষ খবর
রাস্তার কাজের টাকা আত্মসাৎ, চার প্রকৌশলী ও দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা
রাস্তার কাজের টাকা আত্মসাৎ, চার প্রকৌশলী ও দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা
হজ ফ্লাইট শুরু আজ
হজ ফ্লাইট শুরু আজ
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আবারও রিমান্ডে
শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আবারও রিমান্ডে
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক