X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

ইউএসএআইডি’র বিপুল সংখ্যক নথি ধ্বংসের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৫, ১৬:১১আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৬:১১

মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির বিপুল নথিপত্র ধ্বংসের আদেশ দিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা। মঙ্গলবার (১১ মার্চ) আদালতে দায়েরকৃত অভিযোগে এই দাবি তোলা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন সরকারি কর্মীদের ইউনিয়নের পক্ষ থেকে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে এই অভিযোগ দায়ের করা হয়। এতে বলা হয়েছে, সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এরিকা কার কর্মীদের গোপনীয় নথি ধ্বংসের আদেশ দেন।

অভিযোগে কারের লেখা একটি মেইলকে আলামত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ওই মেইলে বলা হয়েছে, সর্বোচ্চ সংখ্যক নথি আগে শ্রেড (কেটে কুটি কুটি করা) করুন। সেটি সম্ভব না হলে পুড়িয়ে ফেলুন।

অবশ্য ওই মেইলে এটা স্পষ্ট নয়, কোন নথি ধ্বংসের আদেশ দেওয়া হয়েছে।

অভিযোগকারীরা বলেছেন, তড়িঘড়ি বিপুল সংখ্যক নথিপত্র ধ্বংস করা সরকারি নথি সংরক্ষণ আইনের লঙ্ঘন। এছাড়া, এসব নথি ধ্বংস হলে ইউএসএআইডি বন্ধে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করার প্রয়োজনীয় আলামত হারিয়ে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

এদিকে, অভিযোগকারীদের দাবিকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সচিব অ্যানা কেলি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, কেবল পুরোনো এবং অন্য সংস্থার পাঠানো সাধারণ কাগজপত্র ধ্বংস করা হয়েছে। এছাড়া, ডিজিটাল মাধ্যমে সব নথির কপি সংরক্ষিত আছে।

তিনি আরও বলেন, ইউএসএআইডি কার্যালয় খুব শিগগিরই মার্কিন শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা দফতরের জন্য বরাদ্দ করা হবে।

মঙ্গলবারের অভিযোগে নথি ধ্বংস স্থগিতে আদালতে হস্তক্ষেপ কামনা করা হয়। তারা বলেছেন, যদি ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা জিতে যান, তবে ভবিষ্যতে চাকুরিচ্যুত কর্মীদের পুনর্বহাল জটিল হয়ে পড়বে।

অভিযোগে যাচাই করে বিচারক উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন যে, তারা বুধবার সকালে একটি প্রতিবেদন দাখিল করে সংক্ষিপ্ত শুনানির সময়সূচি এবং তাদের মধ্যে মতপার্থক্য আদালতকে জানাবে।

গত মাসে এই বিচারকই ইউএসএআইডির দুহাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ে ট্রাম্প প্রশাসনকে সবুজ সংকেত দিয়েছেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সংস্থাটির ৮০ শতাংশের বেশি প্রকল্প স্থগিত ও অধিকাংশ কর্মীর চাকরি চলে গেছে।

/এসকে/
সম্পর্কিত
শিক্ষা বিভাগ বন্ধে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প
কৃষ্ণ সাগরে নৌপরিবহন নিয়ে রাশিয়া-যুক্তরাষ্ট্রের বৈঠক সোমবার
ইউক্রেনের জন্য শান্তিরক্ষা বাহিনী গঠনের পরিকল্পনায় যুক্তরাজ্যে বৈঠক
সর্বশেষ খবর
ভিনিসিয়ুসের ৯৯ মিনিটের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল
ভিনিসিয়ুসের ৯৯ মিনিটের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল
ছিনতাইকারীদের কোপে ব্যবসায়ী নিহত, পিটুনি দিয়ে দুজনকে পুলিশে সোপর্দ
ছিনতাইকারীদের কোপে ব্যবসায়ী নিহত, পিটুনি দিয়ে দুজনকে পুলিশে সোপর্দ
৫ আগস্ট দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি: টুকু
৫ আগস্ট দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি: টুকু
জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন জন আটক
জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন জন আটক
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত