ইউক্রেনে আংশিক যুদ্ধবিরতির কারিগরি বিষয় নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধিদল সৌদি আরবে বৈঠক করতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ আলাপের পর এই বৈঠকের কথা জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি বলেছেন, আংশিক যুদ্ধবিরতি বাস্তবায়ন ও আওতা বৃদ্ধির জন্য কারিগরি দিক সমাধানে আমাদের প্রতিনিধিদলকে নির্দেশনা দেওয়া হয়েছে। শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন ও ইউক্রেনীয় দল দ্রুতই সৌদি আরবে এক বৈঠকের আয়োজন করতে যাচ্ছেন।
এই পোস্ট দেওয়ার আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ হয়েছে জেলেনস্কির। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার যথেষ্ট ইতিবাচক, গঠনমূলক ও স্পষ্ট আলোচনা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
রুশ জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের নিশ্চয়তা দিতে কিয়েভ প্রস্তুত আছে বলে জানিয়েছেন জেলেনস্কি। মার্কিন প্রশাসনের প্রস্তাব অনুযায়ী নিঃশর্ত যুদ্ধবিরতি মেনে নিতেও অঙ্গীকারবদ্ধ তিনি।
তিনি বলেছেন, যুদ্ধ পুরোপুরি থামিয়ে দিতে চাইলে জ্বালানি এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে আগে হামলা বন্ধ করা প্রয়োজন। এতে আমার পূর্ণ সমর্থন রয়েছে এবং এই পদক্ষেপ কার্যকর করতে ইউক্রেন পুরোপুরি প্রস্তুত।
মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। ওই বৈঠকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের বিষয়ে সম্মত হন পুতিন। তবে বুধবার ইউক্রেনের রেল অবকাঠামোতে হামলার তথ্য জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের আকাশ নিরাপত্তা শক্তিশালী করার বিষয়েও আলাপ হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের বিমান বাহিনীর সক্ষমতা প্রায় সম্পূর্ণই মিত্রদের সরবরাহের ওপর নির্ভরশীল।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, আমাদের মধ্যে কুরস্ক অঞ্চলের বর্তমান অবস্থা, যুদ্ধবন্দিদের মুক্তি এবং অপহরণকৃত বাচ্চাদের ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।