X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

ভারতে সাইবার প্রতারণার শিকার বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ১৫:৫৯আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৫:৫৯

ভারতে সাইবার প্রতারণার শিকার এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

৮২ বছর বয়সী দিওগজেরন সানতান নাযারেথ ও তার ৭৯ বছর বয়সী স্ত্রী ফ্লাভিয়ানা খানাপুর তালুকের বিইডি গ্রামে বাস করতেন। তাদের কোনও নিকটবর্তী স্বজন নেই।

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রতিবেশীরা ওই দম্পতির মরদেহ খুঁজে পায়। বিছানার ওপর পড়ে ছিল ফ্লাভিয়ানার নিথর দেহ। আর নাযারেথকে পাওয়া যায় বাড়ির ভূগর্ভস্থ পানির ট্যাংকে।

পুলিশের প্রাথমিক ধারণা, ফ্লাভিয়ানা বিষপানে আত্মহত্যা করেছেন। আর নাযারেথ নিজ ঘাড়ে ছুরি বসিয়ে আত্মহত্যা করেছেন।

অবশ্য, নিজ ঘাড়ে ছুরি বসানো এবং মৃতের কবজিতে আঘাতের চিহ্ন যাচাই করে ঘটনাটিকে আত্মহত্যা বলার যৌক্তিকতা নিয়ে তাকে কোনও প্রশ্ন করা হয়েছে কিনা, এনডিটিভির প্রতিবেদনে তার উল্লেখ নেই।

মৃতদেহের কাছ থেকে দুই পাতার একটু হাতে লিখিত চিঠি পাওয়া গেছে, যা নাযারেথ লিখেছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে লেখা আছে, আমরা বৃদ্ধ হয়ে গেছি। আমাদের দেখভালের কেউ নেই। কারও গলগ্রহ হয়ে বেঁচে থাকতেও আমরা চাই না।

চিঠিতে সুনিল বিররা ও অনিল ইয়াদাভ নামের দুই ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। লেখা আছে, সুনিল বিররার একটি ফোন কলের মাধ্যমেই তাদের হয়রানির শুরু। টেলিকম প্রতিষ্ঠানের কর্মী পরিচয় দেওয়া এই ব্যক্তি একদিন ফোন করে নাযারেথকে জানান, একটি বেআইনি কাজের তদন্ত করতে গিয়ে তার নাম্বার পাওয়া গেছে।

এরপর অনিল ইয়াদাভ নামে কথিত তদন্ত কর্মকর্তার সঙ্গে নাযারেথকে যোগাযোগ করিয়ে দেওয়া হয়। বৃদ্ধ দম্পতিকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এরপর থেকে শুরু হয় অর্থ আদায়।

মারা যাওয়ার আগ পর্যন্ত জালিয়াতদের তারা ৫০ লাখ রূপি পাঠিয়েছেন বলে চিঠি থেকে জানা যায়। নিজেদের সহায় সম্পদ বিক্রি করে এবং ঋণ নিয়ে তারা ওই পরিমাণ অর্থ প্রতারকদের দিয়েছিলেন। তবে এতেও তাদের হয়রানি করা থামায়নি প্রতারকরা।

চিঠিতে বৃদ্ধ দম্পতির মরদেহ মেডিক্যাল গবেষণায় দান করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার এখনও সুরাহা হয়নি। ময়নাতদন্তের পর আরেকটু স্পষ্ট ব্যাখ্যা করা যাবে। তদন্তের জন্য মৃত ব্যক্তির মোবাইল ফোন, ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত ছুরি এবং চিঠিটি আলামত হিসেবে নিয়ে যাওয়া হয়েছে।

/এসকে/
সম্পর্কিত
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
তুরস্কে মে দিবসের মিছিলে পুলিশের বাধা, আটক ৪০৯
ভারতে স্কুল মিলে মরা সাপ, অসুস্থ শতাধিক
সর্বশেষ খবর
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
খালেদা জিয়া সোমবার সকালে ঢাকায় পৌঁছাবেন: মির্জা ফখরুল
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
সকালের নাস্তায় ঝটপট এই পদ বানিয়ে ফেলা যায়
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
ডাকাতির নাটক সাজিয়ে যুবককে ডেকে এনে পিটিয়ে হত্যার অভিযোগ
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী