X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

কাশ্মীরে হামলা: পাকিস্তান মিশনের একাধিক কর্মীকে অবাঞ্ছিত ঘোষণা করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১৪:৫১আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৪:৫১

কাশ্মীরে হামলাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্রুত সম্পর্কে অবনতি হচ্ছে। ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার ঘোষণা দেওয়ার পর এখন ভারতে পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে দাবি করছে স্থানীয় সংবাদমাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান মিশনে নিযুক্ত সব প্রতিরক্ষা উপদেষ্টাদের অবাঞ্ছিত (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করেছে দিল্লি এবং ভারত ত্যাগের জন্য তারা সাত দিন সময় পাবে। পাকিস্তানি রাষ্ট্রদূতকে এই বিষয়ে অবগত করতেই তলব করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পাকিস্তান থেকে ভারতের প্রতিরক্ষা অ্যাটাশেদেরও দেশে ফেরার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি, ইসলামাবাদে ভারতীয় মিশনের কর্মীসংখ্যা ৫৫ থেকে ৩০ এ নামিয়ে আনার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। হামলার পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি দল দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই গোষ্ঠীটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার গোপন একটি শাখা।

ভারতে অনুপ্রবেশ করে হামলা সংঘটনের আলামত পাওয়া গেছে উল্লেখ করে বিনয় মিশ্রি আরও বলেছেন, প্রায় ছয় দশকের পুরোনো নদীর পানি বণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, দুই প্রতিবেশীর মধ্যে একমাত্র ভূমিবন্দর আত্তারি বন্ধ করে দেওয়া হবে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকল বিরোধী দলের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বসেছেন। হামলার জবাবে সরকারিভাবে গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে তাদের অবহিত করা হচ্ছে।

অন্যদিকে, পাকিস্তানও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিবেচনা করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এক্সে জানিয়েছেন, ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তাদের জবাব নিয়ে আলোচনা করতে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

/এসকে/
সম্পর্কিত
ভারত-পাকিস্তান সংঘাতযুদ্ধবিরতি কার্যকরের রাতেই বিস্ফোরণে কেঁপে উঠলো কাশ্মীর
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিসিন্ধু পানি চুক্তি ইস্যুকে গুরুত্বের সঙ্গে নজরে রাখতে হবে বাংলাদেশকে
৪০ কোটি বছর আগের মাছের রহস্যভেদ করলেন চীনা বিজ্ঞানীরা
সর্বশেষ খবর
জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনও টালবাহানা সহ্য করা হবে না: মামুনুল হক
জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনও টালবাহানা সহ্য করা হবে না: মামুনুল হক
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
সরকারের সঙ্গে বৈঠকে হাসনাতসহ শীর্ষ নেতারা, সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগের আন্দোলনকারীরা
সরকারের সঙ্গে বৈঠকে হাসনাতসহ শীর্ষ নেতারা, সিদ্ধান্তের অপেক্ষায় শাহবাগের আন্দোলনকারীরা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’