কাশ্মীরে হামলাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্রুত সম্পর্কে অবনতি হচ্ছে। ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার ঘোষণা দেওয়ার পর এখন ভারতে পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে দাবি করছে স্থানীয় সংবাদমাধ্যম। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান মিশনে নিযুক্ত সব প্রতিরক্ষা উপদেষ্টাদের অবাঞ্ছিত (পার্সোনা নন গ্রাটা) ঘোষণা করেছে দিল্লি এবং ভারত ত্যাগের জন্য তারা সাত দিন সময় পাবে। পাকিস্তানি রাষ্ট্রদূতকে এই বিষয়ে অবগত করতেই তলব করা হয়েছে।
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পাকিস্তান থেকে ভারতের প্রতিরক্ষা অ্যাটাশেদেরও দেশে ফেরার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি, ইসলামাবাদে ভারতীয় মিশনের কর্মীসংখ্যা ৫৫ থেকে ৩০ এ নামিয়ে আনার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক প্রাণ হারিয়েছেন। হামলার পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি দল দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই গোষ্ঠীটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার গোপন একটি শাখা।
ভারতে অনুপ্রবেশ করে হামলা সংঘটনের আলামত পাওয়া গেছে উল্লেখ করে বিনয় মিশ্রি আরও বলেছেন, প্রায় ছয় দশকের পুরোনো নদীর পানি বণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, দুই প্রতিবেশীর মধ্যে একমাত্র ভূমিবন্দর আত্তারি বন্ধ করে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকল বিরোধী দলের সঙ্গে সর্বদলীয় বৈঠকে বসেছেন। হামলার জবাবে সরকারিভাবে গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে তাদের অবহিত করা হচ্ছে।
অন্যদিকে, পাকিস্তানও পরবর্তী পদক্ষেপ নিয়ে বিবেচনা করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এক্সে জানিয়েছেন, ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তাদের জবাব নিয়ে আলোচনা করতে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।