X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

শুল্ক আলোচনা বিষয়ে চীন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ০৯:২৯আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২৯

শুল্ক বিষয়ক আলোচনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২৫ এপ্রিল) প্রকাশিত এক সাক্ষাৎকারে দাবি করেন, বেইজিংয়ের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। অথচ তার এই বক্তব্য খারিজ করে দিয়েছে চীন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার সকালে রোমের উদ্দেশে যাত্রা শুরু করেন ট্রাম্প। ওয়াশিংটন ছাড়ার আগে টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বারংবার দাবি করেন, শুল্ক বিষয়ক আলোচনা চলছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং নিজে তাকে ফোন করেছেন।

তবে এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পরই প্রতিবাদ জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনা দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব বিভ্রান্তি ছড়ানো বন্ধ করা উচিত। শুল্ক নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনও আলোচনা হচ্ছে না।

ট্রাম্পের অপ্রত্যাশিত ও অনিশ্চিত শুল্কনীতির কারণে বিশ্বজুড়ে কয়েকসপ্তাহ বাণিজ্যিক অস্থিরতা ও উদ্বেগ চলছে। বহু দেশ নিজেদের ওপর চাপ কমাতে দ্রুত বাণিজ্য চুক্তি করার চেষ্টা করছে। এখন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের পাল্টাপাল্টি বক্তব্যে সেই পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও বাণিজ্য কর্মকর্তারা এ সপ্তাহে ওয়াশিংটনে জড়ো হয়েছেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা কিছু অগ্রগতির দাবি করলেও অন্য বেশিরভাগ বিদেশি প্রতিনিধি ছিলেন অনেক বেশি সতর্ক।

আইরিশ অর্থমন্ত্রী প্যাশাল দোনোহোয়ে রয়টার্সকে বলেছেন, বাণিজ্যিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে সবার প্রবৃদ্ধি, জীবিকা এবং জীবনযাত্রার মান ধরে রাখা ঝুঁকির সম্মুখীন হয়েছে। আমরা কতটা ঝুঁকিতে রয়েছি সেটা এই আলোচনা শেষে আমি স্পষ্ট অনুধাবন করছি। চলমান অনিশ্চয়তা থেকে মুক্তির জন্য আগামী কয়েকসপ্তাহে আমাদের কোনও চেষ্টার ত্রুটি রাখা যাবে না।

/এসকে/
সম্পর্কিত
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০ 
গাজা যাওয়ার পথে ত্রাণবাহী জাহাজে ড্রোন হামলা
কানাডার নির্বাচনে ২২ জন পাঞ্জাব বংশোদ্ভূত এমপির জয়
সর্বশেষ খবর
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০ 
ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩০ 
মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি: ফরিদা আখতার
মানুষের টিকে থাকার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ জরুরি: ফরিদা আখতার
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ২৪
‘জিমি থাকলেও ওমানকে হারানো যেতো না, ট্যাকটিক্যালি আমরা পিছিয়ে পড়েছি’
‘জিমি থাকলেও ওমানকে হারানো যেতো না, ট্যাকটিক্যালি আমরা পিছিয়ে পড়েছি’
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
সাপের কারণে জাপানে বুলেট ট্রেন চলাচল বন্ধ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী
কূটনীতিক সুফিউর রহমানের নিয়োগ নিয়ে হচ্ছে কী