X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১
ব্রাসেলস হামলা

আহত ৬১ জনের অবস্থা আশঙ্কাজনক, বৈঠকের ডাক ইউরোপীয় ইউনিয়নের

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৬, ১৪:৪৯আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৪:৪৯
image

ব্রাসেলস হামলার পর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলার ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থাই এখনও আশঙ্কাজনক বলে জানিয়ে বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের ইনটেনসিভ কেয়ারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমন অবস্থায় ওই দুই হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে ব্রাসেলসে হামলার পরের করণীয় নির্ধারণে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীদের বৈঠকের কথা রয়েছে। তবে এরইমধ্যে পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ব্রাসেলস হামলার পর তার দেশের পক্ষে চুক্তি মেনে আর কোনও শরণার্থী গ্রহণ করা সম্ভব নয়। ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি অনুসারে, পোল্যান্ডের ৭ হাজার শরণার্থী গ্রহণের কথা রয়েছে।
ফরাসি ভাষায় প্রকাশিত এক বিবৃতিতে বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী ম্যাগি দে ব্লক জানান, মঙ্গলবার ব্রাসেলসের বিমানবন্দর ও মেট্রো স্টেশনে হামলার ঘটনায় প্রায় ৩০০ জন আহত হন। এরমধ্যে ৬১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ম্যাগি জানান, ৪০টি দেশের নাগরিক ব্রাসেলসের হামলায় আহত হয়েছেন। এরমধ্যে বেলজিয়ামের বিভিন্ন হাসপাতালে এখনও ১৫০ জন চিকিৎসাধীন রয়েছেন। সরকারিভাবে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও তা যেকোনও সময় বদলে যেতে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন তিনি। বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে ৪ জন কোমায় চলে গেছেন। তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এদিকে বুধবার বেলজিয়ামের রাজা ও রাণি ব্রাসেলসে বোমা হামলার শিকার বিমানবন্দরটি পরিদর্শনে যান। হামলায় আহতদের বেশ কয়েকজনের সঙ্গেও দেখা করেন তারা। 

ব্রাসেলস হামলায় আহতদের একজন

উল্লেখ্য,মঙ্গলবার সকালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রো স্টেশনে  পৃথক বোমা হামলায় অন্তত ৩৪ জন নিহত হন বলে জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এর মধ্যে ২০ জন মেট্রো স্টেশনের হামলায় এবং ১৪ জন বিমানবন্দরে হামলার ঘটনায় নিহত হন বলে জানানো হয়। তবে, বুধবার সরকারিভাবে ৩১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের পর এবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভে সরব ইউরোপ
জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, ২ ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা আটক
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট