X
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
২ শ্রাবণ ১৪৩২

ইরানে হামলার নির্দেশ দিয়ে কি নিজের পায়ে কুড়াল মারলেন ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২৫, ১৬:২৯আপডেট : ২২ জুন ২০২৫, ১৭:৪৩

ইরানিদের সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, এরপর তিনি তেহরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে দু-দিন পার না হতেই শনিবার (২১ জুন) জানান, ইরানের নাতানজ, ফোর্দো এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান বোমা ফেলেছে।

তবে কী তার দুই সপ্তাহের সময়সীমা ছিল কেবলই ভাঁওতাবাজি? ইরানিদের একটু দম ফেলার ফুরসত দেওয়ার আশা দেখিয়ে তাদের অপ্রস্তুত অবস্থায় কুপোকাত করার কৌশল?

নাকি পর্দার অন্তরালে ট্রাম্পের বিশেষ কর্মকর্তা স্টিভ উইটকফের সব কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়াতেই এই আকস্মিক হামলা?

 
হামলার পর এখন পর্যন্ত অনেক কিছুই খোলাসা হয়নি।

হামলার ঘোষণা সবার আগে ট্রাম্প জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ইরানে খুবই সফল সামরিক পদক্ষেপ পরিচালিত হয়েছে বলে কিছুক্ষণ আত্মদম্ভ করে তিনি যোগ করেন, এখন শান্তির সময়।

অবশ্য, হামলা চালিয়ে আসার পর তার শান্তির প্রচেষ্টা অনেকটা অতি আশাবাদীর বাণী শোনাতে পারে। তিনি হয়তো ধারণা করছেন, ক্ষয়ক্ষতির মাত্রা দেখে ব্যর্থ মনোরথে আলোচনার টেবিলে বাধ্য ছেলের মতো হাজির হবে ইরান। তবে এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলি হামলা হজম করে এবং বহু বছর পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থেকেও যারা নিজেদের গোঁ ছাড়েনি, তারা এই হামলায় টলে যাবে ভাবাটা কিছুটা আকাশকুসুম কল্পনা বৈকি।

ইরানের সার্বভৌমত্বে ইসরায়েলের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তার যথাযথ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছিল ইরান। তাদের সামরিক ও পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েল যারপরনাই চেষ্টা করলেও ভুলে গেলে চলবে না, তেহরানের শাসকগোষ্ঠীর হাতে এখনও পর্যাপ্ত অস্ত্র থাকার সমূহ সম্ভাবনা রয়েছে।

ট্রাম্পের পদক্ষেপের প্রতিক্রিয়া তিনি ঘরে-বাইরে দুই জায়গাতেই অনুভব করবেন বলে ধারণা করা যাচ্ছে। ইরান এই হামলার প্রতিক্রিয়া কীভাবে জানাবে, সেটার ওপর পরবর্তী অনেক কিছু নির্ভর করছে। সব হিসাব-নিকাশ মুহূর্তের মধ্যে উল্টেপাল্টে যাওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।

এদিকে, ট্রাম্প সবাইকে বোঝানোর চেষ্টা করছেন, তার নির্দেশে পরিচালিত বোমা হামলাটি ছিল বিচ্ছিন্ন, একক ঘটনা। এটা পুরোদস্তুর অভিযানে পরিণত হবে না। তিনি হয়তো আশা করে আছেন ইরানকে বাগে আনা গেছে।

কিন্তু তার ধারণা যদি ভুল হয়, যদি তার ধারণা অনুযায়ী ইরান দুর্বল না হয়ে থাকে, তখন তিনি পড়বেন উভয় সংকটে। একদল তখন চাইবে আরও জোরালো হামলা করে ইরানকে পুরো পঙ্গু করে ফেলা হোক। অথচ সেটা করলে ট্রাম্পে নিজের কথার মূল্য নিয়েও প্রশ্ন উঠতে পারে।

বছরের পর বছর ট্রাম্প তার পূর্বসূরি প্রেসিডেন্টদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং নিজের ঢোল নিজে পিটিয়েছেন। তার সবচেয়ে বড় অহংকারের জায়গা ছিল, নিজের প্রথম মেয়াদে কোনও যুদ্ধ বাধাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তো তিনি বলেই বসেন, সংঘাত নিরসনে তার অবদানের জন্য চার থেকে পাঁচটা নোবেল শান্তি পুরস্কার তার এমনিতেই পাওয়া উচিত ছিল।

এখন যদি তিনি কোনও কারণে ইরানে গিয়ে যুদ্ধে জড়ান, তাহলে তার শান্তির দূত পরিচয়ে দাগ পড়তে পারে। শনিবারের হামলাকে একক ঘটনা বলে হয়তো তিনি মার্কিনিদের শান্ত করতে পারবেন, কিন্তু পুরোদমে অভিযানে নেমে গেলে সেটা সামাল দেওয়া দুষ্কর হয়ে উঠতে পারে।

এখন দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। ট্রাম্প তার দান চেলে দিয়েছেন। এখন খেলা অনেকটাই নির্ভর করবে ইরানের পাল্টা চালের ওপর। পরবর্তীতে যা ঘটতে যাচ্ছে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের অধিপতি হয়েও তার অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তথ্যসূত্র: বিবিসি

/এসকে/এমওএফ/
সম্পর্কিত
সরকারি ব্যয় নিরীক্ষার ঘোষণা দিলেন ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী
পাকিস্তানে বর্ষায় ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, পাঞ্জাবে জরুরি অবস্থা জারি
১২২ ড্রোন দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
মিটফোর্ডে সোহাগ হত্যা: ৩ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি 
মিটফোর্ডে সোহাগ হত্যা: ৩ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি 
ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের
ডালাসে পর্দা উঠছে ৮ম বাংলা চলচ্চিত্র উৎসবের
ভাস্কর হামিদুজ্জামান খান আইসিইউতে
ভাস্কর হামিদুজ্জামান খান আইসিইউতে
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে গুলি ও কুপিয়ে দুজনকে হত্যা, আটক ২
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা
আপনাদের অপদস্থ হতে দেখাটা আমাদের জন্য কষ্টের: উমামা
উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশ অনুমোদন
উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশ অনুমোদন