X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আল জাজিরার

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৬, ১৩:৫৭আপডেট : ২৯ মার্চ ২০১৬, ০৮:৫৫
image

৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আল জাজিরার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। ছাঁটাইকৃতদের অধিকাংশই কাতারের দোহায় অবস্থিত প্রধান কার্যালয়ের কর্মী বলে জানা গেছে।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে তেল এবং গ্যাসের মূল্য কমে যাওয়ায় অর্থ সংকটে পড়ে উপসাগরীয় দেশ কাতার। এই প্রেক্ষাপটেই রবিবার আল জাজিরা ব্রডকাস্টিং নেটওয়ার্ক তাদের ৫০০ কর্মী ছাটাইয়ের ঘোষণা দেয়, যা সংবাদমাধ্যমটির মোট কর্মীর ১০ শতাংশেরও বেশি।
কাতারের রাজ পরিবারের নিয়ন্ত্রণাধীন আলজাজিরা এক বিবৃতিতে জানিয়েছে, ছাঁটাই করা কর্মীদের অধিকাংশই প্রধান কার্যালয় দোহায় কর্মরত। আল জাজিরার ভারপ্রাপ্ত নির্বাহী মহাপরিচালক মোস্তফা সোওগ জানান, ছাঁটাইয়ের আগে প্রতিষ্ঠানটিতে প্রায় ৪ হাজার কর্মী কর্মরত ছিলেন। তিনি বলেন, ‘বৈশ্বিক সংবাদমাধ্যমের বাজারে আমাদের অবস্থান সেরা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সচেতনভাবে গত কয়েক মাস ধরে প্রতিটি সুযোগ ও সম্ভাবনা যাচাই-বাছাই করেছি।’
সোওগ আরও বলেন, ‘যদিও আমাদের সিদ্ধান্ত বিশ্বব্যাপী গণমাধ্যম শিল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তারপরও এ সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল। তবে সঠিক পদক্ষেপ নিতে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী।’
কাতারের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধির জন্য ১৯৯৬ সাল থেকে কাতার সরকারের তত্ত্বাবধানে আল জাজিরা সংবাদ প্রচার করে আসছে। সংবাদমাধ্যমটির বেশিরভাগ দর্শকই মধ্যপ্রাচ্যের। মুক্ত আলোচনা ও বিতর্কের সুযোগ থাকায় খুব সহজেই এটি দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়।

২০১৩ সালে শেখ তামিম বিন হামাদ আল-থানি কাতারের আমির হওয়ার পর বৈশ্বিক বাজারে তেলের মূল্য কমে যাওয়ায় প্রতিষ্ঠানটিকে ব্যয় সঙ্কোচন করার নির্দেশ দেন। আল জাজিরা সম্প্রতি আরবে প্রতিযোগিতার সম্মুখীন হয়। সেই সাথে সংবাদমাধ্যমটিতে ইসলামপন্থীদের বেশি সুযোগ দেওয়া হয়, এমন অভিযোগে বেশ কয়েকটি দেশের সরকার প্রতিষ্ঠানটির সাথে লিবিয়া ও সিরিয়ার ইসলামপন্থীদের যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করে।

আন্তর্জাতিক এ সংবাদমাধ্যমের বিভিন্ন দেশে ৭০টিরও বেশি ব্যুরো অফিস আছে। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে আল জাজিরার সম্প্রচার বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। প্রচুর ব্যয় করেও যুক্তরাষ্ট্রের বাজার ধরতে ব্যর্থ হওয়ায় তারা সম্প্রচার বন্ধের ঘোষণা দেয়। সূত্র: রয়টার্স।

/এসএ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিগের মাঝপথে কাউকে কিছু না বলে কানাডায় কেন বাংলাদেশের এক ফুটবলার!
লিগের মাঝপথে কাউকে কিছু না বলে কানাডায় কেন বাংলাদেশের এক ফুটবলার!
বাঁচতে হলে জানতে হবে
বাঁচতে হলে জানতে হবে
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
ইইউ দেশগুলোর সম্পর্ক জোরদারে মে মাসে জার্মানি সফরে যাচ্ছেন ম্যাক্রোঁ
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
টিফিনের টাকা জমিয়ে দুই হাজার পথচারীকে স্যালাইন-পানি দিলেন ৫ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু