X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
ভিডিওতে আইএস সমর্থক

‘ইউরোপের জন্য আরও অন্ধকার ঘনিয়ে আসছে’

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০১৬, ১৬:২৮আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৭:২৩
image

ইরাকে আইএস যুক্তরাজ্যের লন্ডন, জার্মানির বার্লিন এবং ইতালির রোমে হামলার হুমকি দিয়ে এক নতুন ভিডিও প্রকাশ করেছে আইএস সমর্থকেরা। সোমবার আল ওয়াদ নামের এক মিডিয়া গ্রুপ রাকা থেকে এই ভিডিও প্রকাশ করে। রাকাভিত্তিক ওই গ্রুপ নিজেদের আইএসের সমর্থক বলে দাবি করেছে। ইউরোপে আরও অন্ধকার ঘনিয়ে আসছে বলে হুমকি দিয়েছেন তারা। 
যুক্তরাজ্য, জার্মানি এবং ইতালির দিকে ইঙ্গিত করে ওই ভিডিওতে বলা হচ্ছে, ‘তাদের সঙ্গে লড়াই করো। তোমাদের হাত দিয়ে আল্লাহ তাদের শাস্তি দেবেন’। চরমপন্থীদের উদ্দেশে ভিডিওতে বলা হয়, ‘তাদের যেখানেই পাবে, সেখানেই হত্যা করবে’।
ভিডিওতে প্যারিস ও ব্রাসেলস হামলার ফুটেজ দেখানো হয়েছে। এরপর ধারা বর্ণনাকারী বলছেন, ওই দুই ঘটনা তাদের প্রতি একটা বার্তা যারা আইএসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন। ‘কালকের হামলা যদি প্যারিসে হয়ে থাকে আর আজকেরটা ব্রাসেলসে, তাহলে আল্লাহ জানেন পর্শুর হামলাটা কোথায় হবে’। তিনি বলেন, ‘এটা লন্ডন, বার্লিন অথবা রোম যে কোনও জায়গায় হতে পারে।
গত মাসে বেলজিয়ামের ব্রাসেলসে বিমানবন্দর ও মেট্রো স্টেশনের হামলায় ঘটনায় ৩০ জনেরও বেশি মানুষের প্রাণহানির দায় স্বীকার করে ভিডিওতে বলা হয়, ইউরোপের জন্য আরও অন্ধকার ঘনিয়ে আসছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে একযোগে কয়েকটি স্থানে আইএসের হামলায় নিহত হন ১৩০ জন। ওই হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আবদেসালামকে গত ১৮ মার্চ ব্রাসেলস থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর থেকেই সতর্ক অবস্থায় ছিল বেলজিয়ামের কর্তৃপক্ষ। কিন্তু আবদেসালামকে গ্রেফতারের মাত্র চার দিনের মাথায় জোড়া হামলায় রক্তাক্ত হলো ব্রাসেলস। ২২ মার্চ ২০১৬ মঙ্গলবার ব্রাসেলসের ব্যস্ততম জাভেনতেম বিমানবন্দর ও একটি মেট্রো স্টেশনে (পাতালরেল) এক ঘণ্টার ব্যবধানে জোড়া হামলা চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হন ৩৪ জন। নিহতরা ১২টি দেশের নাগরিক। তাদের মধ্যে জার্মানি, স্পেন, মরক্কো, পেরু, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও নেদারল্যান্ডসের নাগরিকও রয়েছেন। সূত্র: ইন্ডিপেনডেন্ট

/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৯৩৫: ইরান
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে লন্ডন
সর্বশেষ খবর
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
এনবিআরের আন্দোলনে এক বন্দরে হাজার কোটি টাকার ক্ষতি
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ