X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ওআইসি’র কঠোর সমালোচনায় হিজবুল্লাহ

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০১৬, ০৯:০৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৬, ০৯:১২

ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি)’র কঠোর সমালোচনা করেছে লেবাননের শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহ। ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলায় এ সমালোচনা করেছে দলটি।

শুক্রবার ওআইসি’র শীর্ষ সম্মেলন শেষে দেওয়া বিবৃতিতে সন্ত্রাসবাদে মদদ এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা উস্কে দেয়ার জন্য হিজবুল্লাহকে দায়ী করা হয়।

ওআইসি’র কঠোর সমালোচনায় হিজবুল্লাহ

বিবৃতিতে ইরানবিরোধী বক্তব্যও ছিল। ওআইসি’র এ বিবৃতি সর্বসম্মতভাবে গৃহীত হয়নি। ইরান এ বিবৃতিকে সমর্থন করেনি। গত ফেব্রুয়ারিতে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ওআইসি’র বিশেষজ্ঞ পরিষদের বৈঠকে এ বিবৃতির খসড়া তৈরি করা হয়। সৌদি কর্তৃপক্ষ ভিসা না দেওয়ায় ওই বৈঠকে ইরানি কর্মকর্তারা উপস্থিত থাকতে পারেননি।

আরও পড়ুন: সরকারি চাকরিতে দুই লক্ষাধিক জনবল নিয়োগ দেবে ভারত

ওআইসি’র এই বিবৃতি প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ’র সংসদ সদস্য হাসান ফাদাল্লাহ। সিরিয়ায় এক শহীদ হিজবুল্লাহ সদস্যের জানাজা ও দাফন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এটি নাকচ করে দেন তিনি।

আরও পড়ুন: ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় দুই অস্ট্রেলীয় নিহতের দাবি আল কায়েদার

তিনি বলেন, ওআইসির বিবৃতির কোনও মূল্য বা কার্যকারিতা নেই। হিজবুল্লাহ যা বেছে নিয়েছে তাতে কোনও পরিবর্তন আসবে না। এটি কখনো হিজবুল্লাহকে সত্যের পথে চলা থেকে বিরত রাখতেও পারবে না।

ইরান কোনও কোনও আরব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে বিবৃতিতে যে অভিযোগ আনা হয়েছে তাও প্রত্যাখ্যান করেন ইরানের ঘনিষ্ঠ শিয়াপন্থী এ সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান মোহাম্মদ রাদ।

আরও পড়ুন: ইরাকে নতুন সরকার গঠনের দাবিতে বিক্ষোভ

তিনি বলেন, সৌদি আরবের চাপের মুখে ওআইসি এ ধরনের ভূমিকা গ্রহণ করেছে। সিরিয়া, ইয়েমেন, মিসর ও লেবাননে সৌদি ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সূত্র: প্রেস টিভি।

/এমপি/

সম্পর্কিত
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
পাকিস্তানে ভূপাতিত ভারতের ইসরায়েলি ড্রোন সম্পর্কে যা জানা গেলো
গাজা ইস্যুতে গোপন পরিকল্পনা নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: রয়টার্স
সর্বশেষ খবর
এক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ফিল্ম সংকটএক্স-রে ও সিটিস্ক্যান করাতে ভোগান্তির শিকার রোগীরা
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল