X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

পশ্চিমাদের বিরুদ্ধে কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের অভিযোগ দক্ষিণ আফ্রিকার

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৮আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১১
image

গত রবিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা কিছু দেশের সমালোচনা করে বলেছে, সংশ্লিষ্ট দেশগুলো কূটনৈতিক রীতি ভঙ্গ করেছে। সরাসরি দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসার উদ্দেশে লেখা এক চিঠিতে সংশ্লিষ্ট দেশগুলো দুর্নীতি দমন ও দায়িদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। তাছাড়া প্রেসিডেন্ট রামাফোসাকে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণেরও আহ্বান জানিয়েছিল তারা। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ড ও সুইজারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা
সংশ্লিষ্ট দেশগুলো যৌথভাবে প্রিটোরিয়ায় অবস্থিত তাদের দূতাবাসের মাধ্যমে  প্রেসিডেন্ট রামাফোসার দফতরে অভিযোগ জানিয়ে চিঠি পাঠিয়েছিল। চিঠিতে তারা দক্ষিণ আফ্রিকায় থাকা তাদের বিনিয়োগের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেছিল, দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে দেশটিতে থাকে বিদেশি বিনিয়োগ ঝুঁকিতে পড়বে। সেই সাথে অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও শাস্তি নিশ্চিতের ওপর জোর দেন তারা।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ ছিল কৃষ্ণাঙ্গদের কর্মসংস্থানের নীতি ঘনঘন পরিবর্তন করার বিষয়েও। চিঠিতে উল্লেখ করা হয়েছিল, ‘আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণের জন্য রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রয়োজন।’
এ বিষয়ে দক্ষিণ আফ্রিকার ‘ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল রিলেশন’ (ডিআইআরসিও) মন্তব্য করেছে ‘পশ্চিমা দেশগুলোর দূতাবাসের পক্ষ থেকে প্রেসিডেন্টের কার্যালয়ে পাঠানো চিঠির ব্যাপারে আমরা হতাশ। এটি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ। আন্তর্জাতিক পরিসরে যে ধরনের কূটনৈতিক রীতিনীতি মেনে চলা হয়, দূতাবাসগুলোর উচিত ছিল সেই অনুযায়ী একটি নোট ভারবালের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা। আমরা অত্যন্ত সন্তুষ্ট যে আমাদের গণতান্ত্রিক দেশের সবগুলো শাখা যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করছে।’

/এএমএ/
সম্পর্কিত
দেশটির সরকারি ভাষা ইংরেজি, অথচ নেতাকে ট্রাম্পের প্রশ্ন ‘ইংরেজি শিখলেন কোথায়?’
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থী নিহত
সর্বশেষ খবর
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন সাবেক আইজিপি মামুন
‘আলোচনায় অগ্রসর হওয়া বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করতে চায় ঐকমত্য কমিশন’
‘আলোচনায় অগ্রসর হওয়া বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করতে চায় ঐকমত্য কমিশন’
জুলাই আন্দোলন করেও ছাত্র হত্যা মামলায় কারাগারে যুবক, দাবি পরিবারের
জুলাই আন্দোলন করেও ছাত্র হত্যা মামলায় কারাগারে যুবক, দাবি পরিবারের
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি, করেছে তদন্তকারী কর্মকর্তা: তাজুল
প্রশ্ন উঠছে এটা বন্যা নাকি খেসারত
প্রশ্ন উঠছে এটা বন্যা নাকি খেসারত