X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রথমে প্রেসিডেন্ট ও স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেবে দ. আফ্রিকা

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০
image

করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু করছে দক্ষিণ আফ্রিকা। বুধবার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করবেন। বিকেলে কেপটাউনের একটি হাসপাতালে এসব টিকা প্রদান করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজের টিকা চালুর পর এই মাসে তা স্থগিত রেখে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা চালু করছে দক্ষিণ আফ্রিকা। প্রাথমিক পরীক্ষায় পাওয়া উপাত্তে দেখা গেছে, দেশটিতে আধিক্য বিস্তার করা করোনাভাইরাসের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার টিকাটি কম সুরক্ষা দিচ্ছে। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করায় করোনার টিকা নিয়ে সন্দিহান হয়ে ওঠেন অনেকেই। বর্তমানে অ্যাস্ট্রাজেনেকার টিকা বিক্রি করে দেওয়ার কথা বলছে দেশটির সরকার।

প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা জুড়ে বিতরণের জন্য প্রস্তুত রয়েছে জনসন অ্যান্ড জনসনের ৮০ হাজার ডোজ টিকা। ভ্যাকসিনটি নিয়ে সরকারের আত্মবিশ্বাস প্রদর্শন করতে তিনি নিজেই এই টিকা গ্রহণ করবেন। এই টিকাটি প্রাথমিকভাবে গবেষণার অংশ হিসেবে প্রয়োগ করা শুরু হবে। আর পাঁচ লাখ স্বাস্থ্যকর্মী এই টিকা গ্রহণ করবেন।

প্রেসিডেন্ট জানান টিকা প্রদান শুরু করতে বুধবার থেকে তৈরি হয়ে যাবে বেশিরভাগ টিকাদান কেন্দ্র। তিনি বলেন, ‘জনসন অ্যান্ড জনসনের টিকা পরীক্ষায় অতি নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হয়েছে। এই টিকাটি আমাদের স্বাস্থ্যকর্মীদের করোনায় মৃত্যুর হাত থেকে বাঁচাবে।’

করোনা মহামারিতে আফ্রিকা উপমহাদেশে সবচেয়ে বেশি উপদ্রুত দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রায় ১৫ লাখ মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ৪৮ হাজারের বেশি মানুষ। দেশটির সরকার প্রাথমিকভাবে দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠী বা চার কোটি মানুষকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করেছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
ক্যানারি দ্বীপে নৌকাডুবি, ৫০ জনের মৃত্যুর আশঙ্কা
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
সর্বশেষ খবর
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
নতুন করে বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৮৮ বিজিপি সদস্য
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
গাছ কেটে ফেলায় ঢাকায় গরম বেশি: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?