X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

১৪ বছরে সন্তান জন্মদানের সময় মৃত্যু, জিম্বাবুয়েতে ক্ষোভ

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০২১, ১০:০০আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১০:০০
image

সন্তান জন্মদানের সময় ১৪ বছরের এক মেয়ের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে জিম্বাবুয়ের পুলিশ। এই মৃত্যুর ঘটনায় দেশটির নাগরিক ও মানবাধিকার কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। গত মাসে দেশটির পূর্বাঞ্চলীয় মারাঙ্গে এলাকায় চার্চের একটি ঘরে মৃত্যু হয় মেমোরি মাচায়া নামের ওই মেয়ের। স্কুল বাদ দিয়ে তাকে বিয়ে করতে বাধ্য করা হয় বলে জানা যাচ্ছে। আর এনিয়ে দেশটির মেয়ে শিশুদের উপর চলে আসা নিপীড়নের ঘটনা নতুন করে সামনে আসছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জিম্বায়ুতে বাল্য বিবাহকে অপরাধ ঘোষণা এবং এই চর্চা থামানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মেমোরি মাচায়ার মৃত্যু এবং এই সংশ্লিষ্ট ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে সংস্থাটি। শনিবার সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জিম্বাবুয়েতে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতার বর্তমান অমীমাংসিত চর্চা দায়মুক্তি সহকারে চলতে পারে না।’

গত ১৫ জুলাই ওই মেয়ের মৃত্যু জিম্বাবুয়ের অ্যাপোস্টলিক চার্চের অভ্যন্তরে বাল্য বিবাহের চর্চা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। চার্চে এই ধরনের বিয়ের ক্ষেত্রে প্রায়ই ওষুধ ও হাসপাতালে চিকিৎসা প্রত্যাখ্যা করা হয়ে থাকে। মেয়েটির পরিবার জানিয়েছে, নবজাতক শিশুটি বেঁচে গেছে, আর এখন সে ভালো আছে।

যে পারিপার্শ্বিক অবস্থায় মেয়েটির মৃত্যু হয় আর পরে তাকে সমাহিত করা হয় তা নিয়ে তদন্ত করছে পুলিশ এবং দেশটির রাষ্ট্রীয় জেন্ডার কমিশন।

‘জাস্টিস ফর মেমোরি মাচায়া’ নামের একটি অনলাইন পিটিশনে এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছে। জিম্বাবুয়ের নারীবাদী অ্যাক্টিভিস্ট এভারজয়েস উইন বলেন, ‘ক্ষমতাসীনদের আইন প্রয়োগে কিংবা নতুন আইন করতে বাধ্য করার এটাই সবচেয়ে ভালো সময়।

আইন অনুযায়ী জিম্বাবুয়ের মেয়েরা ১৮ বছর বয়সে বিয়ে করতে পারেন, যদিও ১৬ বছর বয়সে যৌন কর্মে স্বীকৃতি দেওয়ার অধিকার পায় তারা। কিন্তু কোনও কোনও পরিবার মনে করে বাল্য বিবাহে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে। আবার বাল্য বিয়ে করা অনেক মেয়েই মনে করে বিয়ের পর স্কুলে যাওয়ার সুযোগ মিলবে। কিন্তু সাধারণত দ্রুত গর্ভবতী হয়ে পড়ে কিংবা বাড়ির কাজ কর্মে যুক্ত হয়ে দ্রুত সেই আশা শেষ হয়ে যায়।

/জেজে/
সম্পর্কিত
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে পদদলিত হয়ে ২৯ শিক্ষার্থী নিহত
মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিমান বাহিনীর ১২৫ সদস্য
সর্বশেষ খবর
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
বৈষ্যমবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবারের অনুদান না পাওয়ার অভিযোগ
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
কুষ্টিয়াসহ তিন জেলায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাথার খুলিসহ গ্রেফতার ৪
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
মাস্কের নতুন রাজনৈতিক দলকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে