X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কুয়ায় আটকা শিশু রায়ান, ঘুম নেই উদ্ধারকর্মীদের

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৩

টানা পাঁচ দিন ধরে মরক্কোর ১০৪ ফুট গভীর কুয়ায় আটকে আছে শিশু রায়ান। বুলডোজার, ক্রেনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে জরুরি বিভাগের কর্মীরা দিনরাত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লক্ষ্য একটাই, পাঁচ বছর বয়সী শিশুটিকে যে করেই হোক জীবিত বের করে আনা। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইতোমধ্যে ওই কুয়ার পাশে আরেকটি বিশাল গর্ত খননের কাজ প্রায় শেষের দিকে। নতুন কুয়াটির পাশেরটার সমান হলেই রায়ানের কাছে পৌঁছানো সম্ভব বলে ধারণা করা হচ্ছে।

পুরো উদ্ধার অভিযানের নেতৃত্ব থাকা মরক্কোর বেসামরিক সুরক্ষা অধিদফতর মঙ্গলবার থেকে কাজ চালিয়ে যাচ্ছে। গভীরতার কারণে কুয়ায় রয়েছে বেশ অন্ধকার। ফলে আলো জ্বালিয়ে কাজ করতে হচ্ছে।

অভিযান পরিচালনা দলের আবদেসালাম মাকৌদি শুক্রবার বিকেলে তিনি বলেন, আমরা টানা তিন দিন ধরে অবিরাম পরিশ্রম করছি। শিশুটির কাছে প্রায় পৌঁছে যাচ্ছি। ঘুম নেই আমাদের, আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। 

উদ্ধারকাজ চলছে। ছবি সংগৃহীত

শিশু রায়ান যখন কুপের ভেতরে পরে যায়, তখন পাশেই কুপটি মেরামত করছিলেন তার বাবা। তিনি বলেন, সন্তানের এমন পরিস্থিতিতে ওর মা ভীষণ চিন্তিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।

শিশুটি জীবিত আছে কিনা সে জন্য কুয়ার ভেতরে নামানো হয় অত্যাধুনিক ক্যামেরা। দেখা গেছে, রায়ান জীবিত। তবে মাথায় কিছুটা আঘাত পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ভেতরে দড়ি দিয়ে অক্সিজেন মাস্ক, খাবার ও পানি পাঠিয়েছে। শিশুটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। এছাড়া হাসপাতালে নিতে একটি হেলিকপ্টারও রাখা হয়েছে।

চিত্রে শিশুটির অবস্থান।

/এলকে/
সম্পর্কিত
কঙ্গোতে হামলাকারী এম২৩ গোষ্ঠীর সঙ্গে জড়িত রুয়ান্ডা: জাতিসংঘ
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতি আসিফের আহ্বান
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন