X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

কুয়ায় আটকা শিশু রায়ান, ঘুম নেই উদ্ধারকর্মীদের

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৩

টানা পাঁচ দিন ধরে মরক্কোর ১০৪ ফুট গভীর কুয়ায় আটকে আছে শিশু রায়ান। বুলডোজার, ক্রেনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে জরুরি বিভাগের কর্মীরা দিনরাত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লক্ষ্য একটাই, পাঁচ বছর বয়সী শিশুটিকে যে করেই হোক জীবিত বের করে আনা। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ইতোমধ্যে ওই কুয়ার পাশে আরেকটি বিশাল গর্ত খননের কাজ প্রায় শেষের দিকে। নতুন কুয়াটির পাশেরটার সমান হলেই রায়ানের কাছে পৌঁছানো সম্ভব বলে ধারণা করা হচ্ছে।

পুরো উদ্ধার অভিযানের নেতৃত্ব থাকা মরক্কোর বেসামরিক সুরক্ষা অধিদফতর মঙ্গলবার থেকে কাজ চালিয়ে যাচ্ছে। গভীরতার কারণে কুয়ায় রয়েছে বেশ অন্ধকার। ফলে আলো জ্বালিয়ে কাজ করতে হচ্ছে।

অভিযান পরিচালনা দলের আবদেসালাম মাকৌদি শুক্রবার বিকেলে তিনি বলেন, আমরা টানা তিন দিন ধরে অবিরাম পরিশ্রম করছি। শিশুটির কাছে প্রায় পৌঁছে যাচ্ছি। ঘুম নেই আমাদের, আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। 

উদ্ধারকাজ চলছে। ছবি সংগৃহীত

শিশু রায়ান যখন কুপের ভেতরে পরে যায়, তখন পাশেই কুপটি মেরামত করছিলেন তার বাবা। তিনি বলেন, সন্তানের এমন পরিস্থিতিতে ওর মা ভীষণ চিন্তিত এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।

শিশুটি জীবিত আছে কিনা সে জন্য কুয়ার ভেতরে নামানো হয় অত্যাধুনিক ক্যামেরা। দেখা গেছে, রায়ান জীবিত। তবে মাথায় কিছুটা আঘাত পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ভেতরে দড়ি দিয়ে অক্সিজেন মাস্ক, খাবার ও পানি পাঠিয়েছে। শিশুটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন। এছাড়া হাসপাতালে নিতে একটি হেলিকপ্টারও রাখা হয়েছে।

চিত্রে শিশুটির অবস্থান।

/এলকে/
সম্পর্কিত
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
মালিতে রাজনৈতিক কার্যক্রমে স্থগিতাদেশ জারি করলো অনির্বাচিত সরকার
রুয়ান্ডা ও কঙ্গোর সঙ্গে বিলিয়ন ডলারের খনিজসম্পদ চুক্তি করবে যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
জমি নিয়ে সংঘর্ষে আহত ৪, কৃষকের কব্জি বিচ্ছিন্ন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
শিল্পী ও সাবেক এমপি মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
হাইকোর্টের রায় স্থগিত: নগদে প্রশাসক নিয়োগ অবৈধ
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
তেজগাঁওয়ে ময়লার স্তূপে শিশুর মরদেহ, গায়ে আঘাতের চিহ্ন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়