X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

কম্বোডিয়ায় প্রধান বিরোধীদল ছাড়াই নির্বাচন, সিপিপির নিরঙ্কুশ জয়ে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ১৭:৩০আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৭:৪২

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় রবিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে দেশটির ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। প্রধান বিরোধীদল ছাড়া প্রশ্নবিদ্ধ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ ও কিছু বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করলো যুক্তরাষ্ট্র।

দীর্ঘ ৩৮ বছর দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ক্ষমতাসীন দল সিপিপি’র নেতা হুন সেন। এশিয়ার দীর্ঘমেয়াদি শাসকও তিনি। তার ৪৫ বছর বয়সী ছেলে এবং কম্বোডিয়ার সেনাপ্রধান হুন মানেট বলেন, দেশ পরিচালনার সক্ষমতা শুধু সিপিপির আছে।

প্রধানমন্ত্রীর ছেলে সেনাপ্রধান হুন মানেট, ছবি: রয়টার্স

সিপিপির পাশাপাশি ১৭টি দুর্বল দল এই নির্বাচনে অংশ নেয়। ক্ষমতাসীন দলটিকে চ্যালেঞ্জ জানানোর মতো যাদের কোনও সক্ষমতা নেই। নির্বাচনের আগে থেকে দলগুলোকে হুমকি ধামকি দিয়ে আসছিল সরকার দলীয় লোকেরা। ফলে অনুষ্ঠিত নির্বাচনে ১২৫টি আসনের মধ্যে ১২০টিতে জয়লাভ করেছে সিপিপি।

এমন বাস্তবতায় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ওয়াশিংটন ক্ষুব্ধ এই কারণে যে কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি দলের কোনও শক্ত বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে ক্ষমতাসীন দল রাজনৈতিক বিরোধী, মিডিয়া এবং সুশীল সমাজের বিরুদ্ধে হুমকি এবং হয়রানিতে জড়িত ছিল। এতে দেশের সংবিধানের চেতনা ক্ষুণ্ন করেছে তারা। যারা গণতন্ত্রকে হুমকিতে ফেলেছে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ বন্ধেরও আহ্বান জানান মার্কিন মুখপাত্র।

সূত্র: ভয়েস অব আমেরিকা, বিবিসি, রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে