X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

কম্বোডিয়ায় প্রধান বিরোধীদল ছাড়াই নির্বাচন, সিপিপির নিরঙ্কুশ জয়ে মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ১৭:৩০আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৭:৪২

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় রবিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে দেশটির ক্ষমতাসীন দল কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি)। প্রধান বিরোধীদল ছাড়া প্রশ্নবিদ্ধ নির্বাচনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ ও কিছু বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করলো যুক্তরাষ্ট্র।

দীর্ঘ ৩৮ বছর দেশটির নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ক্ষমতাসীন দল সিপিপি’র নেতা হুন সেন। এশিয়ার দীর্ঘমেয়াদি শাসকও তিনি। তার ৪৫ বছর বয়সী ছেলে এবং কম্বোডিয়ার সেনাপ্রধান হুন মানেট বলেন, দেশ পরিচালনার সক্ষমতা শুধু সিপিপির আছে।

প্রধানমন্ত্রীর ছেলে সেনাপ্রধান হুন মানেট, ছবি: রয়টার্স

সিপিপির পাশাপাশি ১৭টি দুর্বল দল এই নির্বাচনে অংশ নেয়। ক্ষমতাসীন দলটিকে চ্যালেঞ্জ জানানোর মতো যাদের কোনও সক্ষমতা নেই। নির্বাচনের আগে থেকে দলগুলোকে হুমকি ধামকি দিয়ে আসছিল সরকার দলীয় লোকেরা। ফলে অনুষ্ঠিত নির্বাচনে ১২৫টি আসনের মধ্যে ১২০টিতে জয়লাভ করেছে সিপিপি।

এমন বাস্তবতায় মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ওয়াশিংটন ক্ষুব্ধ এই কারণে যে কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি দলের কোনও শক্ত বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে ক্ষমতাসীন দল রাজনৈতিক বিরোধী, মিডিয়া এবং সুশীল সমাজের বিরুদ্ধে হুমকি এবং হয়রানিতে জড়িত ছিল। এতে দেশের সংবিধানের চেতনা ক্ষুণ্ন করেছে তারা। যারা গণতন্ত্রকে হুমকিতে ফেলেছে তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ বন্ধেরও আহ্বান জানান মার্কিন মুখপাত্র।

সূত্র: ভয়েস অব আমেরিকা, বিবিসি, রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার পার্টি এগিয়ে
দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু
পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনা করতে আইএমএফকে ভারতের অনুরোধ
সর্বশেষ খবর
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলো ছাড় দেবে, আশা আলী রীয়াজের
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
ঢাকায় আসছে কানাডার ব্যবসায়িক প্রতিনিধিদল
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’