X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

নাইজারে মার্কিন দূত, দেখা হয়নি বন্দি প্রেসিডেন্টের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ১০:১১আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১০:১৬

গত মাসে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় আলোচনা করতে প্রথমবার কোনও মার্কিন কর্মকর্তা দেশটিতে সফরে গেছেন। সামরিক কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনা শেষে ভারপ্রাপ্ত মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ‘জান্তার সঙ্গে অত্যন্ত খোলামেলা ও কঠিন আলোচনা ছিল।’

ওয়াশিংটন জানিয়েছে, অভ্যুত্থানটি শেষ করতে এখনও কটূনৈতিকভাবে আলোচনার পথ খোলা আছে। 

পশ্চিম আফ্রিকার ১৫টি দেশ নিয়ে গঠিত সংস্থা ইকোনমিক কমিউনিটি অব ওয়াস্টার্ন আফ্রিকান স্টেটস (ইকোয়াস)। সদ্য গঠিত সেনা শাসককে জানিয়েছিল, রবিবারের (৬ আগস্ট) মধ্যে শাসনক্ষমতা গণতান্ত্রিক সরকারকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। কিন্তু তাতে কান দেয়নি জান্তা।

অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা নেয় সামরিক বাহিনী, ছবি: রয়টার্স

সামরিক হস্তক্ষেপের হুমকি মোকাবিলায় গত সোমবার নাইজারের আকাশসীমা বন্ধ করে দিয়েছে অভ্যুত্থানকারীরা। এই পরিস্থিতিতে রাজধানী নিয়ামিতে নুল্যান্ড সংবাদ সম্মেলনে বলেছেন, দুই ঘণ্টারও বেশি সময় আলোচনার হয়েছে নাইজারের সামরিক বাহিনীর শীর্ষপর্যায়ের কর্তাদের সঙ্গে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ফিরে আসতে তাদের সহায়তার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। 

তিনি জানান, নতুন সামরিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মুসা সালাও বারমুর সঙ্গে দেখা হয়েছে। কিন্তু নাইজারের স্বঘোষিত নেতা জেনারেল আবদুরাহামানে তচিয়ানির সঙ্গে সাক্ষাৎ হয়নি। ক্ষমতাচ্যুত বন্দি প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে দেখা করতে দেয়নি জান্তা।

তবে বন্দি হওয়ার পর মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ফোনে আলাপ হয়েছে বাজুমের। রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের সহায়তা চাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই মার্কিন কর্মকর্তা। তিনি আরও বলেন, তারা জানে না এই ধরনের সিদ্ধান্ত সার্বভৌমত্বের জন্য কতটা ঝুঁকিপূর্ণ।

এদিকে প্রতিবেশী নাইজারে সংকট নিয়ে করণীয় নিয়ে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোয়াস।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
প্রথমবারের মতো মার্কিন পোপ, রবার্ট প্রেভোস্ট হলেন পোপ লিও চতুর্দশ
কাশ্মীরে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত ও এফ-১৬ ভূপাতিতের দাবি ভারতের
সিসটিন চ্যাপেল থেকে সাদা ধোঁয়া, ক্যাথলিকদের নতুন পোপ নির্বাচিত
সর্বশেষ খবর
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল আ.লীগ নিষিদ্ধ করা: নাহিদ ইসলাম
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
আ.লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরাও
কয়েকশ নেতাকর্মী নিয়ে আ.লীগের নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ
কয়েকশ নেতাকর্মী নিয়ে আ.লীগের নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিলেন নাহিদ
আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল
আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ