X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নাইজারে মার্কিন দূত, দেখা হয়নি বন্দি প্রেসিডেন্টের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২৩, ১০:১১আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১০:১৬

গত মাসে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থানের ঘটনায় আলোচনা করতে প্রথমবার কোনও মার্কিন কর্মকর্তা দেশটিতে সফরে গেছেন। সামরিক কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি আলোচনা শেষে ভারপ্রাপ্ত মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, ‘জান্তার সঙ্গে অত্যন্ত খোলামেলা ও কঠিন আলোচনা ছিল।’

ওয়াশিংটন জানিয়েছে, অভ্যুত্থানটি শেষ করতে এখনও কটূনৈতিকভাবে আলোচনার পথ খোলা আছে। 

পশ্চিম আফ্রিকার ১৫টি দেশ নিয়ে গঠিত সংস্থা ইকোনমিক কমিউনিটি অব ওয়াস্টার্ন আফ্রিকান স্টেটস (ইকোয়াস)। সদ্য গঠিত সেনা শাসককে জানিয়েছিল, রবিবারের (৬ আগস্ট) মধ্যে শাসনক্ষমতা গণতান্ত্রিক সরকারকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে। কিন্তু তাতে কান দেয়নি জান্তা।

অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা নেয় সামরিক বাহিনী, ছবি: রয়টার্স

সামরিক হস্তক্ষেপের হুমকি মোকাবিলায় গত সোমবার নাইজারের আকাশসীমা বন্ধ করে দিয়েছে অভ্যুত্থানকারীরা। এই পরিস্থিতিতে রাজধানী নিয়ামিতে নুল্যান্ড সংবাদ সম্মেলনে বলেছেন, দুই ঘণ্টারও বেশি সময় আলোচনার হয়েছে নাইজারের সামরিক বাহিনীর শীর্ষপর্যায়ের কর্তাদের সঙ্গে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী ফিরে আসতে তাদের সহায়তার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। 

তিনি জানান, নতুন সামরিক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মুসা সালাও বারমুর সঙ্গে দেখা হয়েছে। কিন্তু নাইজারের স্বঘোষিত নেতা জেনারেল আবদুরাহামানে তচিয়ানির সঙ্গে সাক্ষাৎ হয়নি। ক্ষমতাচ্যুত বন্দি প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে দেখা করতে দেয়নি জান্তা।

তবে বন্দি হওয়ার পর মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ফোনে আলাপ হয়েছে বাজুমের। রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের সহায়তা চাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই মার্কিন কর্মকর্তা। তিনি আরও বলেন, তারা জানে না এই ধরনের সিদ্ধান্ত সার্বভৌমত্বের জন্য কতটা ঝুঁকিপূর্ণ।

এদিকে প্রতিবেশী নাইজারে সংকট নিয়ে করণীয় নিয়ে আগামী বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোয়াস।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বশেষ খবর
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
রাফাহতে ইসরায়েলি হামলা ঠেকাতে ডেমোক্র্যাটদের চাপের মুখে বাইডেন
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
মন্ত্রী-এমপির স্বজনদের প্রার্থিতায় নিরুৎসাহের কারণ ব্যাখ্যা করলেন শেখ হাসিনা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
জাল সনদে টেলিটকে চাকরি, পদন্নোতির সময় ধরা ৪ কর্মকর্তা
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
পর্দায় বহাল থাকছে বাদ পড়া ‘ওমর’ ও ‘রাজকুমার’
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি