X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মালির শান্তিরক্ষীদের দ্রুত তুলে নিচ্ছে জাতিসংঘ, বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ১২:১৮আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ১৯:৩২

ক্রমাগত অবনতি হচ্ছে সংঘাত কবলিত আফ্রিকার দেশ মালির নিরাপত্তা ব্যবস্থা। দেশটির উত্তরের ‘বের’ শহরের পরিস্থিতি এতটাই নাজুক যে নিয়োজিত শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার আরও ত্বরান্বিত করেছে জাতিসংঘ। এতে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

কারণ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুসমা (MINUSMA) এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে শান্তিরক্ষা সদস্যদের দ্রুত তুলে নেওয়া হচ্ছে।

বাহিনীটি টুইটারে আরও জানায়, ‘ওই অঞ্চলের নিরাপত্তা চরম ঝুঁকির কারণে প্রত্যাহারের পূর্বের শিডিউল এগিয়ে এনেছে মিনুসমা।’

শান্তিপূর্ণ কার্যক্রম শেষ করার সময় বিবদমান পক্ষগুলোকে যেকোনও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

তবে মালির একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, ‘কোনও ঘটনা ছাড়াই জাতিসংঘ তাদের মিশন শেষ করে চলে যাচ্ছে।’

সম্প্রতি মালির বাহিনী ও রাশিয়ার সশস্ত্র ওয়াগনার যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলেছে তুয়ারেগের নেতৃত্বাধীন উত্তর বিদ্রোহীরা। তাদের অভিযোগ, বার শহরের কাছে তাদের ওপর হামলা চালিয়েছে সেনা এবং ওয়াগনার। যদিও মালির সেনাবাহিনী তাদের বিষয়টি নিয়ে কথা বলেনি। তবে ওই শহরে সন্ত্রাসী গোষ্ঠীর হাতে ছয় সেনা নিহতের দাবি করেছে তারা।

সিএমএ’র মুখপাত্র মোহাম্মদ এলমাউলউদ রামাদান বলেছেন, রবিবার (১৩ আগস্ট) বিদ্রোহী ও মালির সেনাদের মধ্যে লড়াই অব্যাহত ছিল। সিএমএ মালি থেকে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। মালির উত্তরাঞ্চল তাদের নিয়ন্ত্রণে।

মিনুসমা’র বর্তমানে ১১ হাজারের বেশি সেনা ও পুলিশের দেড় হাজার সদস্য রয়েছে। দশক পুরনো মিশনটি জিহাদি সহিংসতার বিস্তার বন্ধে ব্যর্থ। তাদের বদলে রাশিয়ান ওয়াগনার ভাড়াটেরা এখন মালির সামরিক শাসকদের সহায়তা করছে।

পশ্চিমারা ওয়াগনারকে ইউক্রেন এবং আফ্রিকার কিছু অংশে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছে। মালিতে ওয়াগনারের শীর্ষ কর্মকর্তা ইভান মাসলভের ওপর চলতি বছর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
রাইসির জন্য খামেনির প্রার্থনা
খারকিভে রুশ হামলায় নিহত ১০
সর্বশেষ খবর
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
রাখাইনে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের মানবাধিকার কমিশনারের
রাইসির জন্য খামেনির প্রার্থনা
রাইসির জন্য খামেনির প্রার্থনা
বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নাই: শেখ পরশ
বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নাই: শেখ পরশ
টানা চতুর্থ শিরোপা জিতে ম্যানসিটির ইতিহাস 
টানা চতুর্থ শিরোপা জিতে ম্যানসিটির ইতিহাস 
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ