X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নৈতিকতার নীতি লঙ্ঘন করেছেন জাস্টিন ট্রুডো

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৯

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত বছর আগা খানের ব্যক্তিগত দ্বীপে ছুটি কাটিয়ে নৈতিকতার নীতি লঙ্ঘন করেছেন। বুধবার কানাডার নৈতিকতা পর্যবেক্ষণকারী সংস্থা এই তথ্য জানিয়েছে। তাদের মতে, এর ফলে বেশ কিছু ক্ষেত্রে স্বার্থের সংঘাত নীতি ভঙ্গ হয়েছে। কানাডার কোনও প্রধানমন্ত্রীর এটাই প্রথম এ ধরনের নৈতিকতার নীতি লঙ্ঘন। এ ঘটনায় ট্রুডোর জনপ্রিয়তায় প্রভাব পড়তে পারে কিন্তু তিনি কোনও শাস্তির মুখোমুখি হবেন না।

জাস্টিন ট্রুডো

কানাডার স্বার্থের সংঘাত ও নীতি কমিশনার ম্যারি ডাউসন জানান, জাস্টিন ট্রুডো দেশটির উপহার গ্রহণের নীতি লঙ্ঘন করেছেন যখন তিনি ২০১৬ সালে মার্চ ও ডিসেম্বরে তিনি আগা খানের দ্বীপে ছুটি কাটান। কারণ ওই সময় আগা খান ও আগা খান ফাউন্ডেশন প্রধানমন্ত্রী কার্যালয়ে লবি সংস্থা হিসেবে নিবন্ধিত ছিল।

ডাউসন বলেন, পরিবারসহ ট্রুডো ছুটি কাটানোর আমন্ত্রণ গ্রহণ করায় প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলে বিষয়টি দেখা যেতে পারে।

ডাউসন জানান, ২০১৬ সালের ডিসেম্বরে আগা খানের হেলিকপ্টার ব্যবহার করেও নৈতিকতার নীতি লঙ্ঘন করেছেন ট্রুডো। তবে এই সময়ে ট্রুডো আগা খান বা তার প্রতিনিধিদের সঙ্গে সরকারি কোনও কাজ নিয়ে আলোচনার প্রমাণ পাননি।

ট্রুডো দাবি করেছেন, আগা খান তাদের পারিবারিক বন্ধু। তবে ডাউসন জানান, উপহারের ক্ষেত্রে বন্ধুদের জন্য আলাদা কোনও নীতি নেই।

পর্যবেক্ষণকারী সংস্থার এই প্রতিবেদন মেনে নিয়েছেন ট্রুডো। জানিয়েছেন, ভবিষ্যতে ছুটি কাটানোর বিষয় সংস্থার সঙ্গে স্পষ্ট করে নেবেন। তিনি বলেন, এই ঘটনার পুরো দায় আমি নিচ্ছি। আমাদের নিশ্চিত করতে হবে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ও নিন্দার ঊর্ধ্বে নয়।

পরিবারসহ ট্রুডো দ্বীপটি ভ্রমণ করেন ২০১৬ সালের ডিসেম্বর থেকে এই বছরের জানুয়ারিতে। এর আগে ২০১৬ সালের মার্চে তার পরিবারের সদস্যরা দ্বীপটি ভ্রমণ করেন।

বাহামায় বিলাসবহুল ছুটি কাটানোর পর বিরোধীদের সমালোচনার মুখে পড়েন ট্রুডো। তাদের মতে, এই ছুটি যথাযথ ছিল না। কানাডার সাধারণ নাগরিকদের ধরাছোঁয়ার বাইরে ট্রুডোর সরকার।

ট্রুডো জানিয়েছেন, আগা খানকে তিনি শৈশব থেকেই চেনেন। তারা বাবা সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর শেষকৃত্য অনুষ্ঠানে পল বিয়ারার ছিলেন শিয়া নেতা। সূত্র: রয়টার্স

 

/এএ/
সম্পর্কিত
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী