X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জেল থেকে মাদক সাম্রাজ্য পরিচালনায় সহায়তা করেছিলেন এল চপোর স্ত্রী!

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৮

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ‘এল চাপো’র স্ত্রী এমা করোনেল আইসপুরোকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার ওয়াশিংটনের বাইরে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতারের একদিনের মাথায় মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। সেখানে তার বিরুদ্ধে এল চাপোকে জেল থেকে মাদক সাম্রাজ্য পরিচালনায় সহায়তার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

৩১ বছরের মেক্সিকান-আমেরিকান এমা করোনেল আইসপুরো ২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান। পরে তিনি মাদক সম্রাট এল চাপোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৫ সালের জুলাইয়ে এক মাইল দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে কারাগারের গোসলখানা হয়ে পালান এল চাপো। ওই ঘটনায় তাকে সহায়তার অভিযোগ রয়েছে আইসপুরোর বিরুদ্ধে।

মঙ্গলবার ভিডিও লিংকের মাধ্যমে ওয়াশিংটন ডিসি জেলা আদালতের শুনানিতে অংশ নেন আইসপুরো। এ সময় বিচারকাজ চলাকালে তাকে আটক রাখার নির্দেশ দেন আদালত।

প্রসিকিউটরদের যুক্তি ছিল, আইসপুরোর বিপুল অর্থ থাকায় তার পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়া স্বামী মাদক সম্রাট এল চ্যাপোর বিশাল মাদক পাচারকারী চক্রের সঙ্গে তার যোগসাজশ রয়েছে।

এল চাপো-র প্রকৃত নাম জোয়াকুইন গুজম্যান। ১৯৮৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত হাজার হাজার সদস্য নিয়ে গঠিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও সংগঠিত মাদক পাচার চক্র সিনালোয়া কার্টেলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, ওই সময়ে চক্রটি যুক্তরাষ্ট্রে অন্তত এক লাখ ৫৪ হাজার ৬২৬ কেজি কোকেইন পাচার করেছিল। একই সময়ে সিনালোয়া কার্টেলের মাধ্যমে দেশটিতে ১৪ বিলিয়ন ডলারের হেরোইন, মেথামফেটামিন ও গাঁজা পাচার করেছিল চক্রটি। ওই সময়ে যুক্তরাষ্ট্রে মোট মাদকের প্রায় ৮০ শতাংশই সরবরাহ করতো তার সিনালোয়া কার্টেল। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/
সম্পর্কিত
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
সর্বশেষ খবর
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১৯ বছর পর হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি