X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে দ্রুত কমতে পারে ওমিক্রন সংক্রমণ

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০২২, ১৮:৪৮আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৯:২৭

ব্রিটেনে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ চূড়ায় পৌঁছে যাওয়ার ইঙ্গিত পেতে শুরু করেছেন বিজ্ঞানীরা। একই সময়ে যুক্তরাষ্ট্রেও করোনায় আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে কমে যেতে পারে। তারা বলছেন, এর কারণ হলো অতিমাত্রায় সংক্রমণশীল ওমিক্রন হয়ত মানুষকে আক্রান্ত করার ক্ষমতা হারাচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

সিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের হেলথ মেট্রিক্স সায়েন্সেস-এর অধ্যাপক আলি মোকদাদ বলেন, যত দ্রুত এর সংক্রমণ বাড়ছিল তত দ্রুত কমে আসবে।

তবে একই সঙ্গে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, এই পরিস্থিতি মহামারির পরের ধাপ কেমন হতে পারে তা অনিশ্চিত। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে করোনার এই ঢেউ এত ব্যাপক, যা বিশ্বের অন্য কোথাও দেখা যাচ্ছে না। এই দুই দেশে সংক্রমণের যে গতি তাও অন্যত্র দেখা যায়নি। আক্রান্তদের সামনে আরও কয়েক সপ্তাহ বা মাস দুর্ভোগের মধ্য দিয়ে যাওয়া লাগতে পারে। সংক্রমণ কমে আসলেও হাসপাতালগুলোতে রোগীর ভীড় থাকবে।

ইউনিভার্সিটি অব টেক্সাসের কোভিড-১৯ মডেলিং কনসোর্টিয়ামের পরিচালক লরেন আনসেল মেয়ের্স বলেন, এখনও অনেক মানুষ রয়েছেন যারা আক্রান্ত হতে পারে। শিগগিরই সংক্রমণ চূড়ায় পৌঁছে যেতে পারে।

আলি মোকদাদ জানান, ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের প্রভাবশালী মডেল প্রকল্প রয়েছে। তাদের পূর্বাভাস অনুসারে, ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ১২ লাখ হতে পারে এবং এরপরই তা উল্লেখযোগ্য সংখ্যায় কমতে শুরু করবে। কারণ হয়ত আক্রান্ত হওয়ার মতো সব মানুষই আক্রান্ত হয়ে যাবেন।

তিনি আরও জানান, ইউনিভার্সিটির জটিল হিসাব অনুসারে, যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্তের প্রকৃত সংখ্যা, যাদের আগে কখনও পরীক্ষা করা হয়নি; তা ইতোমধ্যে চূড়ায় পৌঁছেছে। আর তা ঘটেছে ৬ জানুয়ারি, ওই দিন পরীক্ষার সংখ্যা ছিল ৬০ লাখ।

আকাশছোঁয়া শনাক্তের পর ব্রিটেনে গত সপ্তাহে দৈনিক নতুন আক্রান্ত ১ লাখ ৪০ হাজারে নেমে এসেছে। এক দিনও দৈনিক শনাক্তের সংখ্যা ছিল দুই লক্ষাধিক।

দেশটির ওপেন ইউনিভার্সিটির অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স-এর অবসরপ্রাপ্ত অধ্যাপক কেভিন ম্যাককনওয়ে জানান, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড ও ওয়েস্ট মিডল্যান্ডের মতো স্থানে শনাক্তের সংখ্যা বাড়লেও লন্ডনে হয়ত তা চূড়ায় পৌঁছে গেছে।

এসব পরিসংখ্যানের ওপর ভিত্তি করে সংশ্লিষ্টরা দক্ষিণ আফ্রিকার মতো পরিস্থিতির আশা করছেন। যেখানে ওমিক্রন প্রথম শনাক্ত হয়। এবং এক মাসের মধ্যে রেকর্ড সংখ্যক আক্রান্তের পর তা কমে যায় নাটকীয়ভাবে।

ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাঙ্গিলার মেডিসিনের অধ্যাপক ড. পল হান্টার বলেন, নিশ্চিতভাবে আমরা যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা কমে যাওয়া দেখছি। দক্ষিণ আফ্রিকায় যা ঘটেছে তা এখানে ঘটতে শুরু করেছে বলার আগে কিন্তু আমি শনাক্তের সংখ্যার আরও নিম্নগামীতা দেখতে চাই।  

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!