X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফাইভ-জি চালুর জেরে বাতিল বা পরিবর্তন হচ্ছে যুক্তরাষ্ট্রমুখী বহু ফ্লাইট

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২২, ১৯:৫৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৫৫

যুক্তরাষ্ট্রে বুধবার (১৯ জানুয়ারি) থেকে ফাইভ-জি সেবা চালু নিয়ে দুনিয়াজুড়ে বিমান সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির বিমানবন্দর এলাকায় নতুন এ তরঙ্গদৈর্ঘ্য চালু হলে উড়োজাহাজ চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন বিমান সংস্থার যুক্তরাষ্ট্রমুখী ফ্লাইট শিডিউল বাতিল বা পরিবর্তনের ঘোষণা আসছে।

এয়ারপোর্টের কাছাকাছি এলাকায় ফাইভ-জি পরিষেবা চালু হলে উড়োজাহাজের নিরাপত্তা ব্যবস্থায় এর মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা বিমান সংস্থাগুলোর।

এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও ভারতের কয়েকটি এয়ারলাইন ফাইভজি জটিলতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বিমানবন্দরে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। আরও কয়েকটি বিমান সংস্থার পক্ষ থেকেও ফাইভজি জটিলতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রমুখী অধিকাংশ ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ১০টি বৃহৎ এয়ারলাইনের পক্ষ থেকেও এ ব্যাপারে দেশটির কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। তারা বলছে, ফাইভ-জি পরিষেবা চালু করা হলে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি হবে। এতে ‘মারাত্মক পরিবহন ও অর্থনৈতিক ক্ষতি’র মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে যে অর্থনৈতিক বিপর্যয় দৃশ্যমান হবে সেটি এড়ানো খুব সহজ হবে না।

বিষয়টি নিয়ে ওই ১০টি এয়ারলাইনসের প্রধান নির্বাহীরা যৌথভাবে মার্কিন কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছেন। এই তালিকায় আমেরিকান এয়ারলাইনস, ডেল্টা এয়ারলাইনস এবং ইউনাইটেড এয়ারলাইনসের মতো বিমান সংস্থাও রয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান এবং ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালকের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। এতে দুনিয়াজুড়ে উড়োজাহাজে যাত্রী পরিবহন, পণ্য পরিবহন, সরবরাহ ব্যবস্থা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরবরাহের মতো কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত এড়াতে অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। আহ্বান জানানো হয়েছে এয়ারপোর্টগুলোর কাছে ফাইভ-জি চালুর সময়সীমা আরও পিছিয়ে দেওয়ার।

পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচল সীমিত করার ঘোষণা দিয়েছে এমিরেটস, নিপ্পন এয়ারওয়েজ, জাপান এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়ার মতো কোম্পানিগুলো। এ সংক্রান্ত ঘোষণায় যুক্তরাষ্ট্রে ফাইভ-জি পরিষেবার জটিলতার বিষয়টি তুলে ধরেছেন তারা।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, শিকাগো, হিউস্টন ও সিয়াটলসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে এসব বিমান সংস্থা।

কোরিয়ান এয়ারলাইনস বলেছে, তাদের বহরে থাকা বোয়িং-৭৭৭ ও ৭৪৭-৮ মডেলের উড়োজাহাজগুলো ফাইভ–জি সেবার কারণে ক্ষতির মুখে পড়েছে।

বিভিন্ন দেশের বিমান সংস্থাগুলোর আশঙ্কা, এয়ারপোর্টের রানওয়ের কাছে সি ব্যান্ড ফাইভজি সিগন্যাল থাকলে বিমানের নেভিগেশন সিস্টেম বিঘ্নিত হতে পারে। খারাপ আবহাওয়া হলে, তুষারঝড়ের সময় এই সমস্যা আরও প্রকট হয়ে ধরা দিতে পারে। তাছাড়া রানওয়ের কাছে ফাইভজি সিগন্যাল থাকলে বিমানের উচ্চতা মাপার জন্য ব্যবহৃত যন্ত্র ভুল রিডিং দিতে পারে। সূত্র: এপি, ইউএস নিউজ।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ