X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

টেক্সাসে বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩, ১০:৫০আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ২১:১১

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গুলি করে পাঁচ প্রতিবেশীকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। হিউস্টনের উত্তরে সান জাকিন্টো কাউন্টির ছোট্ট শহর ক্লিভল্যান্ডে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, তর্কের এক পর্যায়ে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে প্রতিবেশীদের গুলি করেন সন্দেহভাজন।

নিহতরা সবাই হন্ডুরাসের বাসিন্দা। তাদের মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা গ্রেগ ক্যাপার্স বলেন, ‘নিহতদের মধ্যে দুই জন নারী ছিলেন। তারা বেঁচে যাওয়া দুই শিশুর ওপরে পড়ে ছিলেন’।

তিনি বলেন, ‘মনে হচ্ছে তারা শিশুদের রক্ষা করার চেষ্টা করছিলেন। নিহতদের বেশভাগেরই মাথায় গুলি করা হয়েছিল’।

সন্দেহভাজন মেক্সিকান বলে ধারণা করা হচ্ছে। তার নাম ফ্রান্সিসকো ওরোপেজ, বয়স ৩৮। তিনি এখনও পলাতক এবং সশস্ত্র বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে পাঁচটি খুনের অভিযোগ আনা হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে পুলিশ কুকুর এবং একটি ড্রোন ব্যবহার করছে। ধারণা করা হচ্ছে কাছের জঙ্গলে তিনি লুকিয়ে আছেন।

পুলিশ কার্যালয় জানিয়েছে, তারা শুক্রবার স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে ‘হয়রানি’ সম্পর্কিত একটি কল পেয়েছিল।

তদন্তকারীদের ধারণা, ওরোপেজ মদ্যপ অবস্থায় তার নিজের উঠানে গুলি ছুড়ছিল। পাশের বাসার লোকজন তখন তাকে বাধা দিয়েছিল। বলেছিল, গুলির শব্দে বাড়ির শিশুরা ঘুমাতে পারছে না।

পুলিশ কর্মকর্তা ক্যাপার্সের মতে ওরোপেজ উত্তর দিয়েছিল, আমি আমার সামনের উঠানে গুলি চালাবোই। আমার নিজের বাসভবনে যা করতে ইচ্ছা করবে তাই করব।তারপর দুই পরিবার যার যার বাড়িতে ঢুকে পরে। কিছুক্ষণ পর ওরোপেজ বন্দুক নিয়ে প্রতিবেশীর বাসায় ঢুকে গুলি করে।

হামলার সময় বাড়িতে মোট ১০ ছিলেন। প্রাপ্তবয়স্কদের ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয় হাসপাতালে।

বন্দুকধারী একটি এআর-১৫ সেমি-অটোমেটিক রাইফেল ব্যবহার করেছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেশী ভেরোনিকা পিনেদা বলেন, ‘আমি গুলির শব্দ শুনেছি। যদিও এটা নিয়মিত ঘটনা। ভাবতেই পারছি না এমনটা ঘটবে’।

পশ্চিম টেক্সাসে কিশোরদের পার্টির সময় গুলিতে ৯ জন আহত হওয়ার কয়েকদিন পর ঘটনাটি ঘটলো। দুই সপ্তাহ আগে আলাবামায় ১৬তম জন্মদিনের পার্টির সময় চার যুবককে গুলি করে হত্যা করা হয়েছিল।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুসারে, মার্কিন শিশু এবং কিশোর-কিশোরীদের মৃত্যুর প্রধান কারণ এই আগ্নেয়াস্ত্রের ঘটনাগুলো।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনকারীদের নামাজ আদায়
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
যুদ্ধবিরতি সত্ত্বেও ২২০ বার হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ