X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অবৈধ অভিবাসীদের গ্রেফতার করবে টেক্সাস

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:০০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:০০

যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে অতিক্রমকারী সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার এবং নির্বাসনে রাজ্য কর্তৃপক্ষকে অনুমতি দিয়ে একটি আইন স্বাক্ষর হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) এই আইনে স্বাক্ষর করেছেন টেক্সাসের গভর্নর রিপাবলিকান গ্রেগ অ্যাবট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

সোমবার রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটের সিনেট বিল ৪-এর অনুমোদন ফেডারেল সরকারের সঙ্গে একটি সম্ভাব্য আইনি লড়াই তৈরি করেছে। ফেডারেল সরকার সাধারণত অভিবাসন আইন প্রয়োগের দায়িত্বপ্রাপ্ত।

সীমান্ত শহর ব্রাউনসভিলে একটি অনুষ্ঠানে ওই বিলে স্বাক্ষর করেছিলেন অ্যাবট। এসময় তিনি টেক্সাসে ‘অবৈধ প্রবেশের জোয়ারের ঢেউ’ বন্ধ করতে প্রেসিডেন্ট জো বাইডেন কিছুই করেননি এমন অভিযোগ করেন। একইসঙ্গে অনুমোদিত এই ব্যবস্থাটি অবৈধ প্রবেশকে ৫০ থেকে ৭৫ শতাংশ কমিয়ে আনবে বলেও দাবি করেন তিনি।

অ্যাবট বলেছিলেন, বাইডেনের ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা নিজেদের রক্ষায়ে পদক্ষেপ নিতে টেক্সাসকে বাধ্য করেছে। এই আইন প্রয়োগের পর যেসব মানুষ সীমান্ত দিয়ে পাচার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে তারা টেক্সাস রাজ্যে আসতে চাইবে না।

নতুন আইনের অধীনে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার জন্য সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করতে পারবে টেক্সাস রাজ্য পুলিশ এবং তাদের দেশ ছাড়ার আদেশ দেওয়ার জন্য ক্ষমতা লাভ করবে স্থানীয় বিচারকরা।

সমালোচকরা আইনটিকে মার্কিন সুপ্রিম কোর্টের বাতিল করা ২০১০ সালের অ্যারিজোনা আইনের পর থেকে অভিবাসন নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সবচেয়ে চরম প্রচেষ্টা হিসেবে দেখছেন।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অব টেক্সাস সোমবার বলেছেন, আইনটি  ‘ফেডারেল অভিবাসন আইনকে লঙ্ঘন করে’ এবং ‘জাতিগত বর্ণবাদের ইন্ধন যোগায়’ এমন যুক্তি দিয়ে এটিকে আদালতে চ্যালেঞ্জ করবেন।

এই ব্যবস্থা অবরুদ্ধ করতে আইনি পদক্ষেপ নিতে মার্কিন বিচার বিভাগকে আহ্বান জানিয়েছে ২০টিরও বেশি কংগ্রেসনাল ডেমোক্র্যাট একটি চিঠিতে স্বাক্ষর করেছেন।

/এএকে/
সম্পর্কিত
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ